খুলনা জেলা ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত

16 May 2025, 5:39:40

 

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন খুলনা জেলা শাখার কার্যনির্বাহী পরিষদের ২য় সভা ১৬ মে শুক্রবার সন্ধ্যা ৭:৩০ টায় জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।এসোসিয়েশনের সভাপতি খন্দকার হাসিনুল ইসলাম নিক’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম টুটুলের সঞ্চালনায় সভায় -পূর্ববর্তী সভার প্রতিবেদন পাঠ ও অনুমোদন, ব্যাংক হিসাব, সাব- কমিটি সমূহ গঠন, অভিষেক অনুষ্ঠান সংক্রান্ত ও বিবিধ বিষয়াদি আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সহ সভাপতি এস এম জাকির হোসেন রিপন, সহ সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান জুয়েল, কোষাধ্যক্ষ মো.রফিকুজ্জামান লাভলু,,দপ্তর সম্পাদক দিবাকর রায়, ,বরকত উল্লাহ তুর্কী, মো.মোস্তাফিজুর রহমান,তকিবুল ইসলাম লিটন,মনিরুজ্জামান মনি,জাফরি নেওয়াজ চন্দন ।
সভায় আগামী ১০ জুন নব নির্বাচিত পর্ষদের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজন সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ