রূপসায় বজ্রপাতে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
রূপসা প্রতিনিধি :
রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের সরকারি বঙ্গবন্ধু কলেজের সন্নিকটে বজ্রপাতের সময় গাছ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু ঘটেছে । পারিবারিক সূত্রে জানা গেছে জাবুসা গ্রামের সাইফুল ইসলামের পুত্র আরিফুল ইসলাম (২৯) আজ ২৮ এপ্রিল বিকাল সাড়ে ৪টার সময় সরকারি বঙ্গবন্ধু কলেজের সন্নিকটে আসন্ন ওয়াজ মাহফিল উপলক্ষে আয়োজিত প্যান্ডেল তৈরি করার জন্য একটি গাছে উঠে মাইক বাঁধতে যায় । এ সময় আকস্মিক বজ্রপাত হলে উক্ত যুবক গাছ থেকে পড়ে যায় এবং মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এ খবর ছড়িয়ে পড়লে নিহতের পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে আসে ।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

