রূপসায় ফাতেমাতুজ্জো জোহরা মহিলা মাদ্রাসার ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

25 April 2025, 6:39:49

 

নিজস্ব প্রতিবেদক
রূপসায় আত-তাকওয়া ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ফাতেমাতুজ্জো জোহরা (রাঃ) মহিলা মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার তালিমপুরস্থ কদমতলা নামক মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়।
প্রধান অতিথি ছিলেন সিলেটের হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. ফয়জুল হক। আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রূপসা উপজেলা শাখার সভাপতি মো: লবিবুল ইসলাম,রূপসা উপজেলা ইমাম পরিষদ সিনিয়র সহ-সভাপতি ক্বারী মাওলানা মামুনুর রশীদ। মাজলিসুল মুফাসসিরিন খুলনার শরিয়াহ বিষয়ক সেক্রেটারি হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল ফারুকী, তালিমপুর জামে মসজিদ খতীব মুফতি রফিকুল ইসলাম।
সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রূপসা উপজেলা শাখার সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন। মসহফিল পরিচালনা করেন জামায়াত নেতা ডাঃ রেজাউল কবির খান। মাহফিলে উপস্থিত ছিলেন বাগমারা আল-আকসা দাখিল মাদরাসা (ভারপ্রাপ্ত) সুপার মাওলানা কামাল হোসাইন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দীন, বিশিষ্ট সমাজসেবক স ম মাহবুবুর রহমান, জামায়াত নেতা আব্দুর রশীদ।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ