খুলনা আম্পায়ার্স এসোসিয়েশনের ত্রি- বার্ষিক নির্বাচন; নিক-মোস্তাক-রিপন-শিমুল-টুটুল প্যানেলের নমিনেশনপত্র জমা
নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন খুলনা জেলার ত্রি -বার্ষিক সাধারণ নির্বাচনের তপশিল অনুযায়ী নির্বাচন আগামী ১২ এপ্রিল ২০২৫ শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও গত ২২ মার্চ শুধুমাত্র একটি প্যানেল মনোনয়ন পত্র সংগ্রহ করে।স্বতন্ত্র প্রার্থী হিসাবে সভাপতি পদে ১ জন মনোনয়ন পত্র সংগ্রহ করে।মনোয়ন জমা দেওয়ার শেষ সময় ২৪ মার্চ সোমবার বিকাল ৪ টা পর্যন্ত নির্ধারণ করা থাকলেও শুধুমাত্র প্যানেলভুক্ত নিক- মোস্তাক-রিপন- শিমুল- টুটুল পরিষদের মনোনয়ন পত্র জমা পড়ে।স্বতন্ত্র সভাপতি প্রার্থী এ্যাড. এস এম সাজ্জাদ হোসেন বাপ্পির মনোনয়ন পত্র জমা না দেওয়ায় একক প্যানেলভুক্ত পরিষদের মনোনয়ন মনোনয়ন পত্র নির্বাচন কমিশনের প্রধান মো: আমানত হাওলাদারের নিকট জমা পড়ে।
মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন এক্স ক্রিকেটার্স এসোসিয়েশন খুলনা জেলার সভাপতি জুলফিকার আলী খান জুয়েল,খন্দকার হাসিনুল ইসলাম নিক, মোস্তাক আহমেদ,এস এম জাকির হোসেন রিপন,সৈয়দ আশরাফুল ইসলাম টুটুল, মো: রফিকুজ্জামান লাভলু,,আজিজুর রহমান জুয়েল, ওয়াহিদুজ্জামান মিঠু, দিবাকর রায়,মো: মনিরুজ্জামান মনি,মো: মোস্তাফিজুর রহমান, এস এম তরিকুল ইসলাম সোহান,তামজিদ রহমান চৌধুরী তাপস,মাজহারুল ইসলাম শাহীন, বিশ্বনাথ প্রমূখ।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

