বাংলাদেশ দেশপ্রেমিক প্রজন্মের ভারতের জল সন্ত্রাস বন্ধ  ও উত্তরবঙ্গকে অপ্রত্যাশিত বন্যা থেকে বাঁচাতে , তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

14 February 2025, 5:55:57

 

আখতারুজ্জামান আসিফ, রংপুর:

বাংলাদেশ দেশপ্রেমিক প্রজন্ম রংপুর জেলা শাখার উদ্যোগে রংপুর প্রেসক্লাবের সামনে ভারতের জল সন্ত্রাস ঠেকাতে, উত্তরবঙ্গকে অপ্রত্যাশিত বন্যা থেকে বাঁচাতে , তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১৪ ফেব্রুয়ারী শুক্রবার এক মানববন্ধন করে । মানববন্ধনে  উপস্থিত বক্তব্য রাখেন বাংলাদেশ দেশপ্রেমিক প্রজন্মের কেন্দ্রীয় আহবায়ক মো: আল কাওছার মিয়াজী। তিনি তার বক্তব্যে বলেন, তিস্তা নদী হলো উত্তরবঙ্গের জীবনরেখা আর তিস্তা মহা পরিকল্পনা হলো উত্তরবঙ্গের মানুষের ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি। ভারতের জল সন্ত্রাস ঠেকাতে,উত্তরবঙ্গ কে বাঁচাতে তিস্তা মহা পরিকল্পনার কোন বিকল্প নেই। রাজনৈতিক দল মত নির্বিশেষে, আমরা আছি তিস্তার পাশে, যতক্ষণ পর্যন্ত তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের নিয়মিত কর্মসূচি চালিয়ে যাব, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য আমাদের সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিস্তা আমাদের প্রাণের দাবি তিস্তা আমাদের বাঁচার দাবি।জাগো বাহে কোনটে সবায় আইসো এবার তিস্তা বাঁচাই।
আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ দেশপ্রেমিক প্রজন্মের যুগ্ম- সদস্য সচিব: মো:মিজানুর রহমান বলেন – আমরা তিস্তা অঞ্চলের মানুষ আমরা জানি এই তিস্তা প্রতিবছর আমাদের হাজার হাজার ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে যায় এবং মানুষকে নিঃস্ব করে ছাড়ে,তাই অনতিবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে উত্তরবঙ্গকে অনাকাঙ্ক্ষিত বন্যা থেকে রক্ষা করা প্রয়োজন, তাই চীনের অর্থায়নে অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন চাই।

বাংলাদেশ দেশপ্রেমিক প্রজন্মের রংপুর জেলা সমন্বয়ক : শামসুদ্দিন রাজা বলেন,তিস্তা শুধু একটি নদীই না, এই সার্বভৌমত্বকে রক্ষার জন্য এবং বাংলাদেশকে ভারতের করাল গ্রাস থেকে রক্ষার জন্য মুখ্য ভূমিকা পালন করতেছে।পরিবেশগতভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, তিস্তা রংপুর বাশির ভাগ্যের উন্নয়নের জন্য তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের কোন বিকল্প নাই।

এছাড়া আরও বক্তৃতা প্রদান করেন আসাদুর রহমান আসাদ, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল মোতালেব সহ আরও অনেকে।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ