১৪ ফেব্রুয়ারী নানান আনুষ্ঠানিকতায় পালন করা হবে সুন্দরবন দিবস
নিজস্ব প্রতিনিধি :
আমরা সকলেই জানি সুন্দরবন শুধু আমাদের জাতীয় সম্পদই নয়, এটা বিশ্ব সম্পদ। জগদ্বিখ্যাত এই প্রাকৃতিক সম্পদের অধিকারী হিসেবে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে এক বিশেষ গৌরবের অধিকারী। বাংলাদেশের পরিবেশগত দিক থেকে সুন্দরবনের অপরিসীম গুরুত্ব রয়েছে। এই আকাঙ্খার জায়গা থেকে প্রতি বছর ১৪ ফেব্রুয়ারী সুন্দরবন দিবস উদযাপিত হয়ে আসছে। এবারেও বহুমাত্রিক নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। “১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসুন” শ্লোগানে এবারেও সুন্দরবন দিবস পালন করা হবে। সুন্দরবন সন্নিহিত ৫টি জেলার ১৭টি উপজেলা যেগুলি সুন্দরবনের ইমপ্যাক্ট জোন হিসেবে পরিচিত সেখানে নানাবিধ সচেতনতামুলক কর্মসূচী পালন করা হবে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, র্যালি, সিগনেচার ক্যাম্পেইন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাইকেল র্যালী, মানববন্ধন এবং ফটোগ্রাফি প্রতিযোগিতা ইত্যাদি।
সুন্দরবন দিবস ২০২৫ পালন উপলক্ষে গতকাল দুপুরে সুন্দরবন দিবস উদযাপন পর্ষদের এক সভা সুন্দরবন একাডেমীর নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদিরের সভাপতিত্বে নগরীর শিরিশনগরস্থ রূপান্তর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন একাডেমীর উপদেষ্টা স্বপন কুমার গুহ, রফিকুল ইসলাম খোকন, পরিচালক ফারুক আহমেদ প্রমূখ।
সভায় সিদ্ধান্ত নেয়া হয়, ‘ বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসুন’। এ প্রতিপাদ্যকে ধারণ করে এবারেও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সুন্দরবন একাডেমির ব্যবস্থাপনায় সুন্দরবন দিবস পালন করা হবে। কেন্দ্রীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে খুলনা প্রেসক্লাবে। খুলনার কর্মসূচীর মধ্যে রয়েছে আলোচনা সভা, ফটোগ্রাফি প্রতিযোগিতা, সাইকেল র্যালি ইত্যাদি। এছাড়াও সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর এবং বরগুনাও কর্মসুচী পালিত হবে।
পলিথিন এবং প্লাস্টিক দূষণ হতে সুন্দরবনের জলজসম্পদ বিশেষ করে জীব, প্রাণী ও উদ্ভিদ বৈচিত্রকে সুরক্ষায় ব্যাপক জনসচেতনতা সৃষ্টিসহ সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এবারের সুন্দরবন দিবসে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।
সুন্দরবন দিবস উপলক্ষে এবার ‘ক্যামেরার ফ্ল্যাশে সুন্দরবন সুরক্ষার বার্তা’ শীর্ষক এক আলোকচিত্র প্রতিযোগিতা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে খুলনা প্রেসক্লাবে। ছবির সৃজনশীলতা, প্রাসঙ্গিকতা এবং ভিজ্যুয়াল ইম্প্যাক্টের ভিত্তিতে বিচারক মন্ডলির রায়ে সেরা ৫টি ছবি পুরষ্কৃত হবে। সবগুলো ছবির ভেতর থেকে সেরা ৫০টি ছবি নিয়ে ১৪ ফেব্রুয়ারী সুন্দরবন দিবসে খুলনা প্রেস ক্লাবে প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

