একজন গুনী লেখক,সাহিত্যিক, বহুমাত্রিক গুনে গুণান্বিত অনন্যা নারীর নাম তানিয়া পারভীন তামান্না

8 January 2025, 3:51:30

বঙ্গ সাহিত্য :

“ডাক বাংলা সাহিত্য একাডেমি এবং আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২০২২” এ বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র স্টুডিও থিয়েটার মিলনায়তনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সাহিত্যে অবদানের জন্য “সাহিত্যরত্ন” অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে গুণি লেখক তানিয়া পারভীন তামান্নাকে।

গোল্লাছুট পরিবার শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য “শিল্প, সাহিত্য ও সংস্কৃতি সম্মাননা ২০২৩” এ ভূষিত করেন।

“সিইউকেপি আবৃত্তি সম্মানা ২০২৩” গ্রহণ করেছেন তিনি। এরকম আরও অসংখ্য সম্মাননা পেয়েছেন তিনি।

টিভি প্রোগ্রাম: এনটিভিতে এক্সপার্টস টুডেস কিচেন প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন তিনি। মাইটিভির কুকিং শো “পাকের ঘর” এ অংশগ্রহণ করেছেন। জিটিভিতে কিউট আজকের অনন্যায় অংশগ্রহণ করে রানার্সআপ হয়েছিলেন। বিটিভির কুকিং শো “রান্না ঘর” অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং আরও অনেক টিভি চ্যানেলে বিশেষ করে একুশে টিভির “মজার টিফিন চাই”, মাছরাঙা টিভি, এটিএন বাংলা, গ্লোবাল টিভি, বাংলা ভিষন, দূরন্ত টিভি সহ বিভিন্ন টিভি চ্যানেলের কুকিং শোগুলোতে অংশগ্রহণের প্রক্রিয়া চলছে।

কবিতা এবং গল্পের বই: তানিয়ার বন্ধুদের সাথে যৌথভাবে প্রাণের ব্যাচ থেকে “প্রাণের কবিতা” নামে একটা কাব্যগ্রন্থ এবং “গল্পের শহরে” নামে একটা গল্পগ্রন্থ প্রকাশিত হয়েছে ২০২২ এর বইমেলায়। নতুন কুঁড়ি সাহিত্য সম্ভার আয়োজিত “নতুন কুঁড়ি কাব্য দর্পণ”, “বিবেকের দংশন”, “আমাদের ঐতিহ্য”, নামে কবি’র কয়েকটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে ২০২৩ এর বইমেলায় এবং ২০২৪ এর বইমেলায়। কবি’র আরও কয়েকটি নতুন কাব্যগ্রন্থ পাওয়া যাবে।

রান্নার বই: একজন প্রথিতযশা রন্ধন শিল্পীর সম্পাদনায় তানিয়ার রেসিপি সহ “বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না ১০০ রেসিপি” বইয়ের ১ম, ২য়, ৩য় এবং ৪র্থ খণ্ড প্রকাশিত হয়েছে।

কলকাতার জনপ্রিয় ডব্লিউ এন এল এর ফেসবুক পেজ থেকে ৩ বার বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না নিয়ে ফেসবুক লাইভে এসেছিলেন তাদের আমন্ত্রণ এ। ডব্লিউ এন এল এর অনলাইন পোর্টালে তানিয়ার রেসিপি পাবলিশ হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে ফেসবুকে লাইভ প্রোগ্রাম করা হয়েছে এবং এখনো হচ্ছে।

অনলাইন টিভি জেইন টিভিতে “তৃতীয় নয়ন” প্রোগ্রামে আলোচনা আড্ডায় অংশগ্রহণ করেছেন তিনি। সেখানে নিজের কর্মকাণ্ড সম্পর্কে আলোচনা এবং কবিতা আবৃত্তি করেছেন। দৈনিক দেশজগত পত্রিকায় তানিয়ার কার্যক্রম নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে এবং বিভিন্ন অনলাইন পোর্টালে তার বায়োগ্রাফি পাবলিশ হয়েছে। দি ডেইলি গ্লোবাল ন্যাশন নিউজ পেপারে তানিয়ার জীবনী নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই। তিনি সিঙ্গাপুর থেকে প্রকাশিত মুক্ত কলম অনলাইন পোর্টাল এর স্টাফ রিপোর্টার হিসাবে যুক্ত আছেন এবং সাব এডিটর হিসাবেও দায়িত্ব পালন করছেন দক্ষতার সাথে।

জনপ্রিয় সাহিত্য সম্ভার গ্রুপে দৈনিক কবিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তানিয়ার লেখা কবিতা “অনুভব” প্রথম স্থান অর্জন করেছে। এছাড়াও এই গ্রুপের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন করতে সক্ষম হয়েছেন তিনি। “অ” দিয়ে শব্দ গঠন, তিনটি বর্ণ দিয়ে একটি শব্দ গঠন এবং পাঁচ বর্ণের শব্দ গঠন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আলহামদুলিল্লাহ প্রতিটাতেই প্রথম স্থান অধিকার করেছেন। তানিয়ার লেখা উপন্যাস একটা জাতীয় দৈনিক এর সাহিত্য পাতায় ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে। এবং পুরো উপন্যাসটা প্রকাশের পরে পূর্ণাঙ্গ বই আকারে পাঠকের হাতে পৌঁছে দেয়ার ইচ্ছে তার।

জাতীয় কবিতা মঞ্চের নিয়মিত আসর সুরের জলসা, কবিতা সন্ধ্যায় অংশগ্রহণ করে কবিতা আবৃত্তি করছেন এবং বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করে বক্তৃতা, উপস্থাপনা এবং আবৃত্তি করে চলেছেন এবং এগুলো করতে খুব ভালো লাগে তার।

সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততা: স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন তিনি। কবিতা আবৃত্তি (আন্তঃকলেজ সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কবিতা আবৃত্তিতে প্রথম স্থান অর্জন করেছেন), কবিতা লেখা, গল্প লেখা এবং বিভিন্ন বিষয়ের উপরে আর্টিকেল লেখা (বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে), ছবি আঁকা (প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভিন্ন বিভাগে পুরষ্কার পেয়েছেন)। বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের গীতি নাট্য “নিশুথী রাইতের বাশী” নাটকে অভিনয় করে ভূয়সী প্রশংসিত হয়েছিলেন। উপস্থাপনা করা তার খুবই পছন্দের একটা কাজ।
এছাড়াও স্কুলে থাকাকালীন আলোকিত মানুষ গড়ার কারিগর অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ স্যারের বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচির নিয়মিত স্টুডেন্ট ছিলেন তিনি। সেখানেই শিখেছেন (উপস্থিত বক্তৃতা, অবিরাম গল্প বলা, কুইজ প্রতিযোগিতা, আবৃত্তি, অভিনয় ও উপস্থাপনা ইত্যাদি)।

রান্নার বিষয়ে তানিয়া পারভীন তামান্নাকে সবচেয়ে বেশি উৎসাহিত করেছেন তার হাজবেন্ড এর পাশাপাশি তার একমাত্র বেবী, তার প্রয়াত মা, বড় বোন এবং তার বড় দুলাভাই মাহফুজুর রহমান জেনারেল ম্যানেজার, শেরাটন হোটেল, ঢাকা।

বহুমুখী প্রতিভার অধিকারী তানিয়া পারভীন তামান্না এত কাজের মাঝেও সময় পেলেই সাহিত্য চর্চাও করে থাকেন। আমরা তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ