খুলনা বার্মাশীল রোডে বস্তার গোডাউনে আগুন

14 November 2024, 6:10:19

নিজস্ব প্রতিনিধি ঃ 

মহানগরী খুলনায় পাটের বস্তার গোডাউনে আগুন লেগেছে। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে বড় বাজার সংলগ্ন স্টেশন রোড ও বার্মাশীল এলাকায় এ ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে টুটপাড়া, বয়রাসহ ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে স্টেশন রোডের পাটের তৈরী বস্তা রাখার একটি গোডাউনে ধোয়া দেখে স্থানীয়রা ফায়ারসার্ভিসকে খবর দেয়। ফায়াস সার্ভিসের সদস্যরা আসার আগেই দ্রুত তা ছড়িয়ে পড়ে। এ রিপোর্ট রাত সোয়া ১১টায় লেখা পর্যন্ত দমকল বাহিনীর ৭টি ইউনিট, স্থানীয় জনতা ও আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছিলেন। তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানাযায়নি।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ