খুলনায় একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা
নিজস্ব প্রতিনিধি ঃ
খুলনা জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ১ম ডিএসএ একাডেমী কাপ অনুর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকালে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি খুলনা জেলা স্টেডিয়াম থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। শোভাযাত্রা শেষে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়।
খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল অনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জাতীয় ক্রীড়া পরিষদের খুলনা ও বরিশাল বিভাগের উপপরিচালক মোঃ আবুল হোসেন হাওলাদার, জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ বকতিয়ার রহমান গাজী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোল্লা খায়রুল ইসলাম, এস এম জাকির হোসেন রিপন, জিয়াউস সাদাত, মেহেদী হাসান রোহান, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব আজিজুর রহমান জুয়েল, আম্পায়ার্স এসোসিয়েশনের আহবায়ক খন্দকার হাসিনুল ইসলাম নিক, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য শফিউল আলম সবুজ প্রমুখ।
শোভাযাত্রা শেষে জেলা স্টেডিয়াম মাঠে জুলাই ও আগষ্টে গন আন্দোলনে প্রান উৎসর্গকারী জাতীর শ্রেষ্ট সন্তানদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে অংশগ্রহনকারী সকল খেলোয়াড়বৃন্দ এতে অংশ নেয়।
শুক্রবার (০১ নভেম্বর) সকাল ৮.৩০টায় জেলা স্টেডিয়াম মাঠে ডিএসএ একাডেমী কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উদ্বোধনী দিনে মোট ২টি খেলা অনুষ্ঠিত হবে। দিনের প্রথম খেলায় বয়রা তরুন সংঘ ক্রিকেট একাডেমী, সালাহউদ্দিন ক্লাসিক ক্রিকেট ক্লিনিকের মোকাবেলা করবে। অপর খেলায় এভারগ্রীন ক্রিকেট একাডেমী, নিউ ক্রিকেট একাডেমীর মোকাবেলা করবে। মোট ১৬টি দল টুর্নামেন্টে অংশ নেবে। শুক্রবার থেকে শুরু হয়ে ১৯ নভেম্বর পর্যন্ত বিরতিহীন ভাবে খেলা অনুষ্ঠিত হবে।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

