শেখ হাসিনা ভেবেছিল জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করলেই এরা নিশ্চিহ্ন হয়ে যাবে………….. মাসুদ সাঈদী

3 October 2024, 8:34:20

 

পিরোজপুর প্রতিনিধি ঃ 

শেখ হাসিনার সরকার ভেবেছিল জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করলেই এরা নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্ত তারাই আজ বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। শেখ মুজিবুরের সম্মান তার মেয়েই নষ্ট করেছেন। এসব কথা বলে মন্তব্য করেন ইন্দুরকানি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) বিকালে ইন্দুরকানি উপজেলার কলারণ চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক বিশাল জনসভায় প্রধান বক্তা হিসেবে মাসুদ সাঈদী এসব কথা বলেন।

মাসুদ সাঈদী বলেন, শেখ হাসিনার সরকারের সময় মানুষ মন খুলে কথা বলতে পারেনি। কথা বললেই মামলা হামলার শিকার হতে হতো। তারা মানুষের ভোটের অধিকার হরণ করেছিল, চোরের মত দিনের ভোট রাতে নিত। আমরা এদেশে মিলেমিশে থাকতে চাই। যে আওয়ামীলীগ করেছেন তার বিরুদ্ধে আমাদের কোন অভিযোগ নাই। কিন্ত আওয়ামীলীগের নাম করে যারা ফাঁসির দড়ি নিয়ে ঘুরেছেন, আমাদের উপর হামলা, মিথ্যা মামলা করেছেন তাদের কোন ক্ষমা নাই।

মাসুদ সাঈদী আরও বলেন, ধর্ম যার যার আধিকার সবার সমান। এদেশে হিন্দু মুসলমান সকলের সমান অধিকার রয়েছে। যারা বলেন “ধর্ম যার যার, উৎসব সবার” এ কথায় আমরা বিশ্বাসী না। সকল সম্প্রদায়ের মানুষ আমাদের ভাই বোন। তাদের অধিকারের ব্যাপারে আমরা সচেতন। মুসলমানের মত এদেশে তাদেরও সমান অধিকার রয়েছে।

চন্ডিপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা সরোয়ার মোল্লার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য ও পিরোজপুর জেলা শাখার আমির অধ্যাপক তাফাজ্জল হোসেন ফরিদ, জেলা নির্বাচন বিভাগের সেক্রেটারী মোঃ হাবিবুর রহমান, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেন, সেক্রেটারী মোঃ তৌহিদুর রহমান রাতুল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আঃ হাই প্রমুখ।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ