বঙ্গ সাহিত্য :
পরিচ্ছন্ন সাংবাদিকতা, বিভিন্ন সংগঠনের সাংগঠনিক কর্মকান্ড পরিচালনা ও কবিতা লেখার স্বীকৃতি হিসেবে NGFB EXCELLENCE SUCCESS AWARD -2025 পদকের জন্য নির্বাচিত হয়েছেন সাংবাদিক, সংগঠক ও কবি মো: মোস্তাফিজুর রহমান। তিনি দীর্ঘদিন যাবৎ সৃজনশীল সামাজিক কর্মকাণ্ড, সাংবাদিকতা ও সাহিত্য চর্চা,কবিতা লেখা চালিয়ে যাচ্ছেন।তিনি এলাকায় জনদূর্ভোগ, অনিয়ম ও দূর্নীতির নিউজ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি গোচরে এনে সমস্যার সমাধান করত;এলাকাবাসীর সমস্যা নিরসন করে যাচ্ছেন।এছাড়া তিনি একজন ক্রীড়া প্রেমি ও শিক্ষানূরাগী।তিনি আন্তর্জাতিক, জাতীয়,আঞ্চলিকসহ অনেক সামাজিক,ক্রীড়া,লেখক,সাহিত্য,প্রেসক্লাবের দায়িত্বশীল পদে থেকে দায়িত্ব পালন করছেন।
তিনি তার শিক্ষাজীবন থেকে বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে ছড়া,কবিতা ও গল্প লেখালেখি করতেন।তার লেখা কবিতার বই " হৃদয় আকাশে মেঘ" "শিশির ভেজা ঘাস" সহ অসংখ্য যৌথ কবিতার বই পাঠকের মনে দাগ কেটেছে ।
সাংবাদিকতা,সাংগঠনিক কর্মকান্ড ও কবিতা লেখার জন্য তিনি আন্তর্জাতিক গুনীজন পুরষ্কার " মহাত্মা গান্ধী শান্তি পুরষ্কার -২০২৪", "নেলসন ম্যান্ডেলা শান্তি পুরষ্কার -২০২৫" অর্জন করেন।
ঢাকা সাহিত্য পরিষদ কর্তৃক আয়োজিত গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকা সাহিত্য পুরষ্কার, রবীন্দ্র সাহিত্য পরিষদ কর্তৃক আয়োজিত গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে রবীন্দ্র সাহিত্য পুরষ্কার,ডাকবাংলা সাহিত্য পুরস্কার সহ অসংখ্য পুরষ্কার ও সম্মাননা স্মারক অর্জন করেন।
NGFB. মহাপরিচালক রাকিব আলী রকি জানান,সাংবাদিকতা,সাংগঠনিক ও কবিতার স্বীকৃতি হিসাবে মো: মোস্তাফিজুর রহমান কে এই সম্মাননা প্রদানকরা হবে। NGFB EXCELLENCE SUCCESS AWARD -2025 অনুষ্ঠানটি রাজধানীর বাংলামটর " বিশ্ব সাহিত্য কেন্দ্র" এ একটি জমকালো আয়োজনের মধ্য দিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে এ পুরষ্কার তুলে দেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মোস্তাফিজুর রহমান,নির্বাহি সম্পাদক : মোঃ বেনজীর হোসেন,বার্তা সম্পাদক : চন্দন ভট্টাচার্য্য, উপদেষ্টা : এ্যাড. সরদার আবুল হাসেম ডাবলু, উপদেষ্টা : তরুন চক্রবর্তী বিষ্ণু। মোবাইল : 01639924798, অফিস : রামনগর (মজিবর মোড়) , রূপসা, খুলনা।1260