পূর্ব রূপসা বাগমারা বাজার বণিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

রূপসা প্রতিনিধি ঃ
পূর্ব রূপসার বাগমারা বাজার বণিক সমিতির সাধারণ সভা ২২ অক্টোবর বুধবার বেলা ১২ টায় ব্যাংক মোড় মোন্তাজ মার্কেটস্থ বণিক সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব মো: আরাফাত হোসেন লিমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হুসাইনের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।সমসাময়িক সমস্যা ও বাজারের ব্যবসায়ীদের সমস্যা নিরসনে উন্মুক্ত আলোচনার মাধ্যমে সমাধানের প্রতিশ্রুতিবদ্ধ হয়।
এসময় বাজার কমিটির কর্মকর্তা ও সকল ব্যবসায়ী সদস্য উপস্থিত ছিলেন।
সভার শেষার্ধে সম্প্রতি খুন হওয়া চা পান ব্যবসায়ীর রুহের শান্তি কামনা করে দোয়ার অনুষ্ঠান করা হয়। দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন বাজার বণিক সমিতির সভাপতি আরাফাত হোসেন লিমন।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: