আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকায়,১১ জন আটক | বঙ্গ নিউজ
হোম / অপরাধ, আঞ্চলিক / বিস্তারিত

আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকায়,১১ জন আটক

22 October 2025, 12:49:37


মো: মোশারেফ আলী সোহেল:

খুলনা নগরীর আবাসিক হোটেলের আড়ালে চলছিল অসামাজিক কার্যক্রম। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ অক্টোবর) রাতে খুলনা সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ১১ জনকে আটক করে। অভিযান পরিচালিত হয় শহরের ডাকবাংলা মোড়স্থ হোটেল খুলনা গার্ডেন আবাসিক এবং লোয়ার যশোর রোডস্থ হোটেল এনিটা আবাসিক-এ। এ সময় অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় ৬ জন নারী ও ৫ জন পুরুষকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন— হাসিব (২৫), সোনিয়া খাতুন (২৩), লিমা খাতুন (২৩), অনু আক্তার (১৯), ফারা হোসেন ইতি (৩৬), রমজান মোড়ল (২৪), নয়ন মোল্যা (৩২), মাকসুদুল ইসলাম (২৪), সাব্বির হাওলাদার (১৮), ফাতেমা (২৮) ও তামান্না (৩০)। খুলনা সদর থানা পুলিশ জানায়, স্থানীয়দের অভিযোগের পর তদন্তে এসব হোটেলে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যক্রম চলছিল বলে সত্যতা পাওয়া যায়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। স্থানীয়দের দাবি, শহরের পরিবেশ রক্ষায় এসব হোটেলের তদারকি আরও জোরদার করা জরুরি, যাতে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধ করা যায়।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: