খুলনায় ফ্রি মেডিকেল ক্যাম্প: ” মানবতার সেবাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য”—-এস.এম. শফিকুল আলম মনা | বঙ্গ নিউজ

খুলনায় ফ্রি মেডিকেল ক্যাম্প: ” মানবতার সেবাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য”—-এস.এম. শফিকুল আলম মনা

11 October 2025, 9:51:52


মো: মোশারেফ আলী সোহেল:

শনিবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় খুলনা নগরীর খালিশপুরে জোড়া গেট জিয়া স্কুলের সামনে দরিদ্র ও শ্রমজীবী মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী মৎস্যজীবী দল খুলনা মহানগর শাখার আয়োজনে এই ক্যাম্পের উদ্বোধন করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যাড.এস. এম. শফিকুল আলম মনা।

‎অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. শফিকুল আলম মনা বলেন,“মানবতার সেবাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। আমরা রাজনীতি করি জনগণের কল্যাণের জন্য, ক্ষমতার জন্য নয়। আজ যারা এই মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিচ্ছেন, তাদের অনেকেই হয়তো কোনোদিন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে পারেননি। তাদের মুখের হাসিই আমাদের রাজনীতির সাফল্য। বিএনপি বিশ্বাস করে—সেবা, সহানুভূতি ও মানবিকতাই জাতিকে একত্র করতে পারে, বিভাজন নয়।”

‎তিনি আরও বলেন,“এ অঞ্চলের ধানের শীষ প্রতীকপ্রার্থী রকিবুল ইসলাম বকুল তাঁর নির্বাচনী অঙ্গীকারে জানিয়েছেন— যদি তিনি নির্বাচিত হন, তাহলে খালিশপুর অঞ্চলে শ্রমজীবী মানুষের জন্য একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করবেন। মানবতার সেবা ও মানুষের কল্যাণে বিএনপি সবসময় জনগণের পাশে থাকবে।”

‎শফিকুল আলম মনা বলেন,“যেখানে রাষ্ট্র মানুষের মৌলিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে ব্যর্থ, সেখানে আমরা নিজেরা উদ্যোগ নিয়েছি মানুষের পাশে দাঁড়াতে। বিএনপি শুধু রাজনীতির মঞ্চে নয়, মানবতার ময়দানেও কাজ করতে চায়। আমাদের নেতাকর্মীরা নিজেদের অর্থে ও সময় দিয়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছেন—এটাই প্রকৃত জনসেবা, এটাই মানবতার রাজনীতি।”

‎জনগণের প্রতি দায়বদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন,“আমরা চাই না, কোনো মা ওষুধের অভাবে সন্তানের চিকিৎসা না পেয়ে অসহায় হয়ে পড়ুক। চাই না কোনো শ্রমিক ডাক্তারের কাছে যেতে না পেরে নিজের কষ্ট গোপন করুক। এই ফ্রি মেডিকেল ক্যাম্প হচ্ছে সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ—মানুষের পাশে মানুষের দাঁড়িয়ে যাওয়ার প্রতীক।”

‎তরুণ নেতৃত্বের প্রসঙ্গে শফিকুল আলম মনা বলেন,“রকিবুল ইসলাম বকুলের মতো শিক্ষিত, মানবিক ও সংগ্রামী তরুণ নেতারা যদি রাজনীতিতে এগিয়ে আসে, তাহলে বাংলাদেশ আবারও মানবতার রাজনীতি ফিরে পাবে। বকুল শুধু নেতা নন, তিনি আগামী প্রজন্মের অনুপ্রেরণা—যিনি মানুষের সেবাকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে দেখতে চান।”

‎বক্তব্যের শেষাংশে তিনি বলেন,“মানুষের পাশে দাঁড়ানো মানে ভোটের রাজনীতি নয়—এটা হৃদয়ের রাজনীতি। আমাদের বিশ্বাস, মানুষের দোয়া আর ভালোবাসার রাজনীতি কোনো সময় ব্যর্থ হয় না। বিএনপি সবসময় মানবতার পাশে, ন্যায়ের পাশে এবং জনগণের পাশে থাকবে।”

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, খালিশপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বিপ্লবুর রহমান কুদ্দুস, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মিন্টু কাজী, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপি সম্পাদক শেখ নুরুল ইসলাম, মো. খলিলুর রহমান, আনিসুর রহমান, মৎস্যজীবী নেতা মো. আব্দুর রহমান, মো. আলমগীর তালুকদার, আলমগীর হোসেন রাজা, জসিম উদ্দিন খাজা, লোকমান মোল্লা, কামরুজ্জামান বাদশা, মো. আল-আমিন, মো. আজাদ ও ওহিদুজ্জামান শাহিন প্রমুখ। এ সময় ফ্রি মেডিকেল ক্যাম্পে স্থানীয় শতাধিক মানুষ বিনামূল্যে চক্ষু ও বক্ষ রোগের চিকিৎসা নেন এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: