শারদীয় পূজায় তেরখাদায় সম্প্রীতির বার্তা নিয়ে পাশে দাঁড়ালেন পারভেজ মল্লিক | বঙ্গ নিউজ

শারদীয় পূজায় তেরখাদায় সম্প্রীতির বার্তা নিয়ে পাশে দাঁড়ালেন পারভেজ মল্লিক

1 October 2025, 1:56:52

 

নিজস্ব প্রতিবেদক:

বর্ণিল আলো, ঢাকের ছন্দ, শঙ্খধ্বনি আর মানুষের চোখেমুখে আনন্দের দীপ্তি—এই চিরচেনা পূজার দৃশ্যপটেই মঙ্গলবার দুপুরে ঢুকে পড়ে রাজনীতির এক মানবিক মুখ। খুলনার তেরখাদায় শারদীয় দুর্গোৎসবের পূজামণ্ডপগুলোয় গিয়ে ভক্তদের সঙ্গে মিলেমিশে দেখা গেল যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং খুলনা-৪ আসনের ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী পারভেজ মল্লিককে।

উপজেলার সাহাপাড়া কেন্দ্রীয় মন্দির থেকে শুরু করে উপজেলার একাধিক পূজামণ্ডপে তিনি পৌঁছান একেবারে সাধারণ মানুষের ভিড়ে মিশে। রাজনীতির চেয়েও বড় হয়ে উঠে সেদিন ছিল মানুষের পাশে দাঁড়ানো, ভালোবাসার হাত বাড়িয়ে দেওয়া। পূজার এই শুভক্ষণে হিন্দু সম্প্রদায়ের ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। শিশুরা যেভাবে এগিয়ে আসে বিসর্জনের দিন ধুনুচি নাচে, ঠিক তেমনি করে ছুটে আসে স্থানীয় লোকজন তার পাশে।

পারভেজ মল্লিক বলেন, এই দেশ শুধু সংখ্যাগরিষ্ঠের নয়, এই দেশ সবার। ধর্ম যার যার, কিন্তু উৎসব—তা আমাদের সম্মিলিত চেতনার, বাঙালিয়ানার উৎসব। তিনি বলেন, রাজনীতির আসল শক্তি গঠিত হয় মানুষের বিশ্বাস থেকে, বিভাজন নয়, বরং ঐক্যই বিএনপির দর্শন। তিনি যখন বলছিলেন—“ভয় পাওয়ার কিছু নেই, বিএনপি সব সময় আপনাদের পাশে”—তখন মণ্ডপে উপস্থিত অনেকের চোখে ছিল প্রশান্তির ছায়া।

তার বক্তব্যে উঠে আসে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির কথাও। তবে তা যেন কেবল রাজনৈতিক বক্তব্যে সীমাবদ্ধ ছিল না, বরং ছিল ভবিষ্যতের একটি স্বপ্নের ছবি। যেখানে শান্তি, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠা পাবে সমান মর্যাদায়। তিনি বলেন, যে বাংলাদেশ আমরা ভাবি—তাতে কোনো ভেদাভেদ নেই, নেই ধর্ম, বর্ণ বা জাতিগত বৈষম্যের কোনো স্থান।

সেদিন পূজামণ্ডপের সাজসজ্জা যেমন ছিল চোখধাঁধানো, তেমনি রাজনৈতিক সফরও হয়ে উঠেছিল এক মানবিক উৎসব। মানুষের পাশে দাঁড়ানো, ভালোবাসার বন্ধনকে দৃঢ় করা এবং জাতীয় ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল তার সফরের মূল সুর।

পারভেজ মল্লিকের সফরে তার সঙ্গে ছিলেন তেরখাদা উপজেলা বিএনপির একাধিক নেতা ও কর্মী, যারা পুরো পথজুড়ে মানুষের সঙ্গে কুশল বিনিময়ে অংশ নেন। দলীয় রাজনীতির পরিচয় ছাপিয়ে তারা ছিলেন সেদিন ‘মানুষের প্রতিনিধি’ হিসেবে।

যেখানে রাজনীতি অর্থ হয় মানুষকে ভুলিয়ে রাখা, সেখানে এই সফর এক ব্যতিক্রমী দৃষ্টান্ত। উৎসবের রঙে রাজনীতির ছায়া না ফেলে, বরং রাজনৈতিক ছায়ায় উৎসবকে রঙিন করাই যেন ছিল এই সফরের প্রকৃত লক্ষ্য।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: