তেরখাদায় শারদীয় দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার আহবান বিএনপির কেন্দ্রীয় নেতার আজিজুল বারী হেলালের

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তেরখাদা উপজেলার সাচিয়াদহ ইউনিয়নের মাটিয়ারকুলে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভায় যুক্ত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের সম্ভাব্য প্রার্থী আজিজুল বারী হেলাল।
গতকাল শুক্রবার অনুষ্ঠিত ওই ভার্চুয়াল মতবিনিময় সভায় হেলাল বলেন, “দুর্গাপূজা যেন নির্বিঘ্নে, নিরাপদে এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়—এটা শুধু হিন্দু সম্প্রদায়ের বিষয় নয়, বরং এটি আমাদের সকলের দায়িত্ব। বিএনপি একটি অসাম্প্রদায়িক দল। তাই এ উৎসবের সময় হিন্দু সম্প্রদায়ের পাশে থেকে সার্বিক সহযোগিতা করতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “বর্তমান প্রেক্ষাপটে ধর্মীয় উৎসবগুলোতে আতঙ্ক নয়, বরং সম্প্রীতির বার্তা ছড়াতে হবে। পূজা উপলক্ষে যাতে কোনো ধরনের সহিংসতা, হয়রানি বা ভয়ভীতির পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন সৌমেন বিশ্বাস এবং সঞ্চালনায় ছিলেন বিএনপি নেতা আবুল হোসেন বাবু।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন—জেলা বিএনপির সদস্য সালাম মল্লিক, ডুমুরিয়া উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চৌধুরী কাওসার আলী, সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, বিএনপি নেতা শরীফ নাঈমুল হক, খান গিয়াস উদ্দীন, আব্দুল হক শিকদার, জিয়ার খান, রাজু চৌধুরী, সাবু মোল্যা এবং মহিদুল ইসলাম।
হিন্দু সম্প্রদায়ের পক্ষে মতবিনিময় সভায় অংশ নেন তরুণ মাস্টার, কৃষ্ণধর বিশ্বাস, প্রভাত কুমার বিশ্বাস, ধ্রুব বিশ্বাস, মনোজ বালা, প্রহ্লাদ বিশ্বাস প্রমুখ।
বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি একটি সার্বজনীন উৎসব। এ উৎসব যাতে সম্প্রীতির মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে উদযাপন করা যায়, সে জন্য সব রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: