ফুলতলায় মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত | বঙ্গ নিউজ

ফুলতলায় মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

13 August 2025, 2:24:18


নিজস্ব প্রতিনিধি :

আশ্বাস প্রকল্পের সহায়তায় ফুলতলা ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির সভা ১৩ আগস্ট বুধবার সকালে অত্র ইউনিউন পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাসার।

‎সভার শুরুতে গতসভার রেজুলেশন পাঠ করেন সিটিসির সদস্য মেরী পারভীন। সভার মূল বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন প্যানেল চেয়ারম্যান কবিতা পারভীন।
‎আলোচনায় অংশ নেন ইউপি সদস্য সোনালী আক্তার, রিক্তা বেগম, মো: মহিউদ্দিন, সহকারী সচিব শিবুপদ বিশ্বাস, স্বাস্থ্য সহকারী সেলিনা বেগম, উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, বেজেরডাঙ্গা মসজিদে ইমাম হোসেন আলী, সাংবাদিক গৌড় হরিদাস, সমাজ সেবক বাবর আলী, শহিদুল ইসলাম প্রমুখ।

‎সভায় ইউনিয়ন পর্যায়ের সিটিসি’র অগ্রাধিকার ভিত্তিক কাজ চিহ্নিতকরণ, মানব পাচারের সারভাইভারদের জন্য সেবার সুযোগ চিহ্নিতকরণ, সারভাইভারদের সুরক্ষার জন্য ইউনিয়ন পরিষদের বাজেটের সদ্বব্যবহার, জনসচেতনতা সৃষ্টি ইত্যাদি বিষয়ে বিষদ আলোচনা করা হয়। সভায় মানব পাচার হতে উদ্ধার প্রাপ্ত নারী ও পুরুষদের সনাক্তকরণ, সহায়তা প্রদান এবং পূনর্বাসন পরিসেবাগুলি সাথে রেফার করে সারভাইভারদের সকল প্রকার সেবা নিশ্চিতকরণের জন্য সকলে একমত পোষন করেন।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: