চিলমারীতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
দৈনিক যুগের আলো পত্রিকার চিলমারী প্রতিনিধি , সম্পাদক ও বার্তা সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা, হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল সোমবার উপজেলা মোড়ে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মীসহ এলাকাবাসী।
জানা যায়, গত ১৩ জানুয়ারী, ২০২৫ ইং তারিখে উপজেলা প্রশাসন আয়োজিত বিজ্ঞান মেলার অনুষ্ঠানে মঞ্চে নাজমুল হুদা পারভেজ উপস্থাপক একাডেমিক সুপারভাইজার আব্দুল হালিমের হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেয়। পরে থানাহাট ইউনিয়নের আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক ও সজিব ওয়াজেদ জয় পরিষদের উপজেলা সভাপতি আওয়ামীলীগের দোষর ছাবেদ আলী মন্ডলকে ডেকে নিয়ে মঞ্চে বসাকে কেন্দ্র করে উপস্থিত সাংবাদিকবৃন্দ বিজ্ঞান মেলা বয়কট করেন।
উক্ত ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার ও মেলা উদযাপন কমিটির সভাপতি সবুজ কুমার বসাক সাংবাদিকদের নিকট দুঃখ প্রকাশ করেন। ঘটনাটি ১৪ জানুয়ারী ২০২৫ ইং তারিখে দৈনিক যুগের আলো পত্রিকাসহ অন্যান্য পত্রিকায় প্রকাশিত হয়। মুক্ত সাংবাদিকতায় বাধার সৃষ্টি করে ফ্যাসিস্টের দোষর ও সুবিধাভোগী বিগত দিনে জাসদ ছাত্রলীগ, ফ্রিডম পার্টিসহ রং বদলিয়ে সর্বশেষ আওয়ামী সুবিধা গ্রহন করে নাজমুল হুদা পারভেজ আদালতে যুগের আলো পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক দিনকাল প্রতিনিধি আনোয়ারুল ইসলাম জুয়েল, দৈনিক নিরপেক্ষ প্রতিনিধি বদরুদ্দোজা বুলু, দৈনিক দুর্নীতি তালাশ প্রতিনিধি নুর আলম, দৈনিক কালের ছবি প্রতিনিধি তাইবুর রহমান, দৈনিক আলোকিত সকাল প্রতিনিধি ইউনুছ আলী, দৈনিক আজকের বাংলার প্রতিনিধি আবু ওবায়দুল হক খাজা, বিএনপি নেতা আবু সাঈদ হোসেন পাখি, বিএনপি মৎস্যজীবী দলের সভাপতি আমজাদ হোসেন। জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদূল হাসান আহ্বায়ক, মানবজমিন সাংবাদিক সাওরাত হোসেন সোহেল, এসময় মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মানববন্ধনের বক্তাগণ উক্ত নাজমুল হুদা পারভেজের বিরুদ্ধে উস্কানি দাতা, চিলমারীর ইতিহাস ঐতিহ্য বিকৃত করার অভিযোগ তোলেন। তার লিখিত বই শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গকৃত কবিতা গুচ্ছের বই, চিলমারীর ইস্তেহার সহ হামার চিলমারী বইয়ে বস্তুনিষ্ঠ, সঠিক তথ্যসহ পূন:প্রকাশ করত: অবিলম্বে তাকে এসমস্ত পথ থেকে ফিরে আসার আহবান জানান বক্তাগণ। সেই সাথে পতিত সরকারের আমলে নির্যাতনের শিকার নির্ভিক সাংবাদিকতার প্রতীক সাংবাদিক হুমায়ুন কবিরসহ যুগের আলো পরিবারের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানি মূলক মামলা অবিলম্বে প্রত্যাহার সহ তাদেরকে অব্যাহতি দানের জন্য প্রশাসনের প্রতি জোড় দাবিসহ স্বাধীন সাংবাদিকতার পথে বাধার সৃষ্টিকারী নাজমুল হুদা পারভেজের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। শুধু তাই নয় উক্ত নাজমুল হুদা পারভেজ পতিত আওয়ামীলীগ নেতাকর্মীদেরকে পুনঃবাসন করার জন্য প্রশাসনের বিভিন্ন মহলে যোগাযোগ রক্ষা করছেন। মানববন্ধন শেষে মিথ্যা মামলা প্রত্যাহার ও মামলা হতে অব্যাহতি দানের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে প্রদান করা হয়।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: