খুলনায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ২০২৫ ; উপকূল থেকে উঠলো তরুণদের গর্জন–” ক্ষতির দায়ে ন্যায্য হিসাব চাই” | বঙ্গ নিউজ

খুলনায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ২০২৫ ; উপকূল থেকে উঠলো তরুণদের গর্জন–” ক্ষতির দায়ে ন্যায্য হিসাব চাই”

12 April 2025, 8:34:21


নিজস্ব প্রতিনিধি:

রঙমহল ফর ইয়ুথ’র আয়োজনে ১১ এপ্রিল বিকাল ৩.৩০ মিনিটে খুলনা প্রেস ক্লাবের সামনে শিশু-কিশোর, তরুণ ও যুবক অংশগ্রহণে জলবায়ু ক্ষতিপূরণ ও ন্যায়বিচারের দাবিতে অনুষ্ঠিত হলো “গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ২০২৫।
‎এই কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রঙমহল ফর ইয়ুথ-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ আলভী শেখ। তিনি বলেন, “আমি বলছি সেই অঞ্চল থেকে, যেখানে ঘূর্ণিঝড় মানে স্কুলে ছুটি না, মানে ঘর ভেঙে যাওয়া, চাষের জমি পানির নিচে যাওয়া। আমরা যারা উপকূলে বাস করি, তারা দায়ী না, কিন্তু ক্ষতির শিকার আমরা! উন্নত দেশগুলো উন্নয়ন করেছে, আর আমরা তার খেসারত দিচ্ছি। এটি কোনো দয়া নয়—এটি আমাদের অধিকার! এখনই কার্যকর Loss and Damage Fund গঠন ও বাস্তবায়ন করতে হবে।”
‎অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দশম শ্রেণির শিক্ষার্থী ও সংগঠনের কিশোর সদস্য পিউলী সুলতানা। তিনি বলেন, “ছোট থেকেই দেখি নদী বাড়ির দিকে এগিয়ে আসে, বন্ধুরা স্কুল ছেড়ে চলে যায়। আজ আমরা বলছি—জলবায়ু বাজেটে তরুণদের অংশগ্রহণ চাই, উপকূলে টেকসই বাঁধ ও সুপেয় পানি চাই, এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ চাই।” সংগঠনের সাধারণ সম্পাদক যারীন তাছনিম বলেন, “জলবায়ু পরিবর্তন এখন খালি বৈজ্ঞানিক শব্দ না—এটি আমাদের জীবনের বাস্তবতা। নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ, যুবদের বাজেটে অন্তর্ভুক্তি ও জলবায়ু অভিবাসীদের অধিকার নিশ্চিত করতে হবে।”
‎সহ-সভাপতি শেখ সাকের মাহমুদ প্রিন্স বলেন, “এই আন্দোলন এনজিও-নির্ভর ক্যাম্পেইন না—এটি তরুণদের অস্তিত্ব রক্ষার লড়াই। কার্বন নিঃসরণকারী দেশগুলোকে দায় নিতে হবে, জলবায়ু তহবিলের ন্যায্য বণ্টন নিশ্চিত করতে হবে।” অন্যদিকে সংগঠনের সদস্য রহিমা বলেন, “ক্লাইমেট চেঞ্জ আমাদের খাদ্য, পানি, বাসস্থান—সবকিছুতে প্রভাব ফেলছে। এটি আর শুধু পরিবেশের সমস্যা নয়, এটি মানবাধিকারের প্রশ্ন।”
‎এছাড়াও তরুণ প্রতিনিধি মৌসুমি রায়, মোঃ তরিকুল ইসলাম বাবু, ইরফান সহ আরও অনেকেই বিভিন্ন দাবিতে তাদের বক্তব্য তুলে ধরেন। তারা বলেন, “Loss and Damage Fund দিতে হবে—এখনই দিতে হবে!” “উপকূলের মানুষের জন্য পুনর্বাসন পরিকল্পনা চাই।” “জলবায়ু শিক্ষা স্কুল পর্যায়ে বাধ্যতামূলক করতে হবে।” “জলবায়ু অভিবাসীদের জন্য সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।” “জাতীয় বাজেটে জলবায়ু ক্ষতিগ্রস্ত শিশু ও তরুণদের জন্য বরাদ্দ চাই।”
‎এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা একযোগে ঘোষণা করেন, “জলবায়ু ন্যায়বিচার চাই-এখনই চাই!” “উন্নয়নের নামে আমাদের মৃত্যু নয়!”
‎রঙমহল ফর ইয়ুথ ও ActionAid Bangladesh-এর যৌথ সহযোগিতায় এই স্ট্রাইক শুধু একটি প্রতিবাদ ছিল না, এটি ছিল উপকূলের মানুষ ও তরুণদের অস্তিত্ব রক্ষার আহ্বান। তরুণদের কণ্ঠস্বর আজ গর্জে উঠেছে বিশ্ব বিবেকের দরজায়।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: