কুড়িগ্রামে “তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার” শীর্ষক প্রস্তাবিত প্রকল্পের উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত

আখতারুজ্জামান আসিফ, বিশেষ প্রতিনিধি, কুড়িগ্রাম:
কুড়িগ্রামে “তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার” শীর্ষক প্রস্তাবিত প্রকল্পের উপর অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ মার্চ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের স্বপ্নকুঁড়ি হলরুমে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা। জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দক্ষিণ এশিয়া পাওয়ার চায়নার চিফ রিপ্রেজেন্টটিভ লিও কং, রংপুর পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী (উত্তরাঞ্চল) মোঃ মাহবুবুর রহমান, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল হাসান। “তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার” শীর্ষক প্রস্তাবিত প্রকল্পের পাওয়ার পয়েন্ট প্রেজেন্ট করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ মকবুল হোসেন।
মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হুসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক সাংবাদিক শফিকুল ইসলাম বেবু, মোহাম্মদ আশরাফুল আলম চিশতী (জাতীয় কমিটির সদস্য) বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) শাহীন চিশতী তার বক্তব্যে বলেন, গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকার কোনভাবেই তিস্তার পানি নিতে পারেন নাই, বরং অসময়ে পানি দিয়ে বাংলাদেশের উত্তরবংগকে ডুবিয়ে দিয়েছেন, হাজার হাজার একর জমির ফসল নষ্ট হচ্ছে। অসময়ে পানি পানি ছেড়ে দিয়ে নদীর ভাঙ্গন তীব্র আকার ধারন করে, ফলে তিস্তা পারের মানুষ প্রতিনিয়ত তাদের ঘর বাড়ী হারিয়ে যাচ্ছে। শুকনা মৌসুমে ভূগর্ভস্থ থেকে পানির স্তর নিচের দিকে নেমে যায়, আমরা যদি ড্রেজিং এর মাধ্যমে দশ মিটারের মত ড্রেজিং করি সেটার পানি নিচে নেমে যাবে, তখন যে পানি থাকবে, সেটাও ভূগর্ভস্থ পানি হিসেবে পাওয়া যাবে এবং সবসময় নদীর নাব্যতা ফিরে পাবে। জেলা ছাত্রদলের আহ্বায়ক আমিমুল ইহসান, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের স্ট্যান্ডিং কমিটির সদস্য বখতিয়ার হোসেন শিশির সহ তিস্তাপাড়ের বহু মানুষ। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ ময়দুল ইসলাম রনি। মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনায় অংশগ্রহনকারী বক্তাগন বর্তমান সরকারকে কালবিলম্ব না করে তিস্তা মহা পরিকল্পনা অতি দ্রুত বাস্তবায়নের ব্যপারে বিশেষ গুরুত্ব আরোপ করেন।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: