খুলনার রেলওয়ে মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে রূপান্তরের আয়োজনে মানব পাচার প্রতিরোধে স্কুল পর্যায়ে ক্যাম্পেইন অনুষ্ঠিত ‎ | বঙ্গ নিউজ

খুলনার রেলওয়ে মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে রূপান্তরের আয়োজনে মানব পাচার প্রতিরোধে স্কুল পর্যায়ে ক্যাম্পেইন অনুষ্ঠিত ‎

27 February 2025, 4:40:05

 

‎‎নিজস্ব প্রতিনিধি: 

মানব পাচার একটি জঘন্য কাজ। একটি সংঘবদ্ধ গোষ্ঠীর প্রতারণার কারণে এ দেশের সহজ সরল গ্রামীণ জনগোষ্ঠীর মানুষ প্রায়ই মানব পাচারের মত একটি অনৈতিক কর্মকান্ডের শিকার হচ্ছে। এতে একাধারে দেশের ভাবমুর্তি যেমন ক্ষুন্ন হচ্ছে অন্যদিকে বাংলাদেশের সম্ভাবনাময় জনশক্তি খাতও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনি একটি বাস্তবতায় উন্নয়ন সংগঠন রূপান্তর সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় এবং উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের মধ্যে মানব পাচার ও নিরাপদ অভিবাসনে সচেতনতা সৃষ্টির জন্য প্রচারাভিযানসহ নানা ধরণের কার্যক্রম বাস্তবায়ন করছে।
এই প্রচারাভিযান কার্যক্রমের ধারাবাহিকতায় রূপান্তর ২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে রেলওয়ে মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রচারাভিযান কার্যক্রম পরিচালনা করে। কর্মসূচীর শুরুতে অত্র প্রতিষ্ঠানে সহাকরি প্রধান শিক্ষক বীণা পাণি পাল শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান। মানব পাচার ও নির্যাতনকে অন্যায় ও অপরাধ হিসেবে গণ্যসহ মানব পাচারের শিকার নারী-পুরুষকে সম্মান দেখানোসহ তাদের মর্যাদা ও স্বনির্ভরতার লক্ষ্যে সহযোগিতা করতে সচেষ্ট থাকার বিষয়ে শিক্ষার্থীরা শপথ গ্রহণ করে। শপথ গ্রহণ শেষে ভিডিও ডক্যুমেন্টারি ও মানব পাচার রোধে সক্রিয় কর্মীদের দ্বারা নির্মিত নাটক ‘স্বপ্ন’ উপস্থাপিত হয়।
সমাপনী পর্বে প্রকল্পের প্রোগাম অফিসার মোঃ মোশারেফ আলী সোহেলের সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোনিয়া রহমান তিনি বলেন, বর্তমান সমাজে মানব পাচার একটি ভয়াবহ সমস্যা। মানব পাচারকারীরা চাকরি বা উন্নত জীবনের প্রতিশ্রুতি দিয়ে নারী, শিশু বা পুরুষদের বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে অথবা ফুসলিয়ে বা বলপ্রয়োগ করে বাড়ি থেকে বের করে নিয়ে যায়। এরপর তারা তাদের পতিতা, রক্ষিতা, যৌনদাসী বানায় কিংবা পর্নোগ্রাফি তৈরি ও উটের জকি বানানোর কাজে ব্যবহার করে। এ ছাড়াও তারা এসব নিরীহ মানুষের অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তি করতে বাধ্য করে এবং মাদক, চোরাচালানসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজে ব্যবহার করে। মানব পাচার একটি জঘন্য ও শাস্তিযোগ্য অপরাধ। যেসব অপরাধ সামাজিক শৃঙ্খলা, নিরাপত্তা ও সম্প্রীতি বিনষ্ট করে, ইসলাম সেগুলোর ব্যাপারে কঠোরতা আরোপ করেছে এবং অপরাধীকে শাস্তি দেওয়ার বিধান প্রতিষ্ঠা করেছে। মানব পাচারের এ ঘৃণ্য অপরাধ অতীতেও ছিল এবং বর্তমানেও আছে; তবে পাচারের কৌশল ও ধরন সময়ের বিবর্তনে ভিন্নতা পেয়েছে। পাচারের জাঁতাকলে পড়ে যেসব নারী-পুরুষ ও শিশু অত্যাচারিত হয়েছে, তাদের জীবন ও সম্মান রক্ষায় আত্মনিয়োগ করা প্রত্যেক মুসলমানের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, সেদিকে খেয়াল রাখতে হবে, পাচারকারীদের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে এবং তাদের সামাজিকভাবে বয়কট করতে হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রকল্পের প্রোজেক্ট কো-অর্ডিরেটর সুবল ঘোষ টুটুল তিনি বলেন, নারী-পুরুষ ও শিশুদের জীবনের নিরাপত্তার জন্য মানব পাচার বন্ধ করতে হবে এজন্য সমাজের সচেতন মহলকে শক্তিশালী সামাজিক আন্দলন গড়ে তুলতে হবে। এতে স্থানীয় সরকার প্রতিনিধি, স্থানীয় নেতা, শিক্ষক ও ধর্মীয় নেতাদের সত্রিয় অংশগ্রহন নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, স্কুলের শিক্ষার্থীদের নিয়ে এই ক্যাম্পেইন আয়োজনের ফলে তাদের মধ্যে সচেতনতা তৈরি হবে এবং তাঁরা তাদের পরিবার ও আশেপাশের মানুষদের সচেতন হবে। আরও বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক বীণা পাণি পাল, সহকারী শিক্ষক কাজী আফরোজা পারভীন প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রচারাভিযান সম্পর্কিত কুইজ পর্বে সঠিক উত্তর দিয়ে হাবিবা, মৌসুমী, স্মৃতি, পায়েল, শারমীন, সুমাইয়া, মীম, তারিন ও তমা আক্তার বিজয়ী হন।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: