রূপসায় তারুণ্যের উৎসব উপলক্ষে ৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

রূপসা প্রতিনিধি:
রূপসায় তারুণ্যের উৎসব উপলক্ষে এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই শ্লোগানকে সামনে রেখে ২৪ এর শহীদদের স্মরণে শহীদ গোলাম ফারুক স্মৃতিও ক্রিকেট টুর্নামেন্ট- ২০২৫ মৌসুম-৫ অনুষ্ঠিত। গত ২০ ফেব্রুয়ারি রাত্রে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেরুন্নেসা স্কুল মাঠ প্রাঙ্গনে যুবকদের আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা থানার অফিসার ইনচার্জ মোঃ মাহফুজুর রহমান, বাগেরহাট পল্লী বিদ্যুতের এজিএম, এমএ হালিম খান,মেহেরুন্নেসা স্কুলের দাতা সদস্য শেখ আশরাফুল হক তারেক, সিয়াম লিগ্যাল ট্রেডের নির্বাহী পরিচালক এডভোকেট মোঃ মাসুম বিল্লাহ, লিগ্যাল ট্রেড গ্রামীণফোনের প্রতিনিধি মোঃ শাকিল, মোহাম্মদ জাকির। তারুণ্যের উৎসব উপলক্ষে সার্বিক উপদেষ্টায় খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য মেহেদী হাসান রোহান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগর কমিটির যুগ্ম- আহবায়ক ফাহিমুল হক অন্তু, জেলা কমিটির অন্যতম সদস্য মোঃ ফাহাদ গাজী, রুপসা উপজেলা শাখার অন্যতম কর্মী শেখ মেহরাব, সিফাত । এছাড়াও তরুণদের মধ্যে উপস্থিত ছিল বিল্লাল, জয়নুল, মনিরুল, শফিকুল, সিয়াম, মিরাজ, রাহাত, রাহুল, রিহাদ হাসিব প্রমুখ।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: