সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে ও ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে; বিএনপি নেতা হেলাল | বঙ্গ নিউজ

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে ও ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে; বিএনপি নেতা হেলাল

6 December 2024, 2:39:14

 

নিজস্ব প্রতিনিধি :
কেন্দ্রীয় বিএনপি তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন,বাংলার ইতিহাস মূলত সম্প্রীতি ও সৌহার্দের ইতিহাস। সেই আবহমানকাল হতে এ ভূখণ্ডের মানুষ ধর্ম,বর্ণ, জাতি নির্বিশেষে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে একে অপরের পাশে দাঁড়িয়ে আছি আমরা।
এ দেশে বিভিন্ন ধর্ম ও গোত্রের মানুষ সুপ্রাচীন কাল থেকেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করে আসছে। জাতি হিসেবে আমাদের যা কিছু অর্জন তার পেছনে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের ঐকান্তিক প্রচেষ্টা ও অবদান রয়েছে।

সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের ঐক্য ও শক্তির প্রতীক। জুলাই বিপ্লব-পরবর্তী প্রেক্ষাপটে আমরা যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি সেই দেশ গড়তে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে।’

তিনি আরো বলেন, বাংলাদেশের প্রতিটি নাগরিকের অধিকার সমান। প্রত্যেকের স্বাধীনভাবে ধর্মপালন, ধর্মচর্চা ও প্রচারের অধিকার রয়েছে।

এ অধিকার যাতে কেউ বিঘ্নিত করতে না পারে সে বিষয়ে বিএনপি সতর্ক রয়েছে। কোনো দুর্বৃত্তকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার সুযোগ আমরা দেব না।

শান্তি, সামাজিক সংহতি ও শক্তিশালী জাতীয় পরিচয় গড়ে তোলার জন্য ধর্মীয় সম্প্রীতি অপরিহার্য। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

শুক্রবার (৬ডিসেম্বর) বিকালে রূপসার ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে সম্প্রীতির সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, সাবেক যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু, জুলফিকার আলী জুলু,
আব্দুর রশিদ শেখ, মোল্লা খায়রুল ইসলাম, এনামুল হক সজল।

ঘাটভোগ ইউনিয়ন বিএনপির আহবায়ক এস এম এ মালেক এর সভাপতিত্বে বক্তৃতা করেন
জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিএম কামরুজ্জামান টুকু,
উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান, সদস্য সচীব জাবেদ হোসেন মল্লিক,
জেলা শ্রমীকদলের সভাপতি উজ্জল সাহা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু,বিএনপি নেতা আনিসুর রহমান,
বিকাশ মিত্র, হুমায়ুন কবীর, মোল্লা এনামুল হক,গোলাম মোস্তফা তুহিন, আনোয়ার হোসেন খান, আজিজুর রহমান, দিদারুল ইসলাম, মিকাইল বিশ্বাস, সাইফুল পাইক,মুন্না সরদার, শাহনাজ ইসলাম, উপজেলা জাসস এর সভাপতি শাহজালাল লস্কর, আবুল কাশেম কালা,

সৈয়দ কামরুজ্জামান নান্টু, আবু সাঈদ, হালিম হাসান, মাসুদ খান, জহিরুল হক সারাদ, ইফতেখার আহমেদ, শাহিনুর রহমান, নাসির শেখ, মোরশেদ আলম, হাকিম কাজি,মহিতোষ ভট্টাচার্য, রউপ শিকদার, মনির লস্কর, শিবলু লস্কর, গৌর বিশ্বাস,
ছাত্রদল নেতা মিজানুর রহমান, ইসরাইল বাবু, শফিকুল ইসলাম প্রমৃখ।

অনুষ্ঠানে সার্বিক পরিচালনায় ছিলেন ছাত্রনেতা আবু,জাফর ও রনি লস্কর।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: