সাবেক সভাপতির মৃত্যুতে দোয়া মাহফিল ও নবগঠিত রূপসা চিংড়ি বণিক সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত

রূপসা প্রতিনিধি ঃ
রূপসায় নবগঠিত চিংড়ি বণিক সমিতির আয়োজনে দুর্বৃত্তদের হামলায় সাবেক সভাপতি আমিন মোল্লা বোয়িং এর মৃত্যুতে আলোচনা ও দোয়া মাহফিল এবং নবগঠিত চিংড়িবণিক সমিতির নেতৃবৃন্দের পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৭ ডিসেম্বর বাদ আসর রূপসা বাস স্ট্যান্ড সংলগ্ন সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও রূপসা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোল্লা খাইরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা বিএনপি’র আহবায়ক ও নৈহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সাইফুর রহমান মোল্লা, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম- সাধারণ সম্পাদক জিএম কামরুজ্জামান টুকু। চিংড়ি বণিক সমিতির সভাপতি ও রূপসা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ রুবেল মীরের সভাপতিত্বে পরিচালনা করেন সাধারণ সম্পাদক ও খুলনা জেলা যুবদলের সদ্য বিদায়ী কমিটির সহ-সভাপতি মোল্লা রিয়াজুল ইসলাম। এ সময় বক্তৃতা করেন নৈহাটি ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব ও শামসুর রহমান মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক মোঃ দিদারুল ইসলাম, জেলা যুবদলের সদ্য বিদায় কমিটির যুগ্ম- সাধারণ সম্পাদক মমিনুর রহমান সাগর, ইয়ারুল ইসলাম রিপন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ ইউনুস গাজী। মৎস্য ব্যবসায়ী জলিল হাওলাদার, হাফিজুর রহমান বাবু, শাহ জামাল, জিল্লুর রহমান জনি, মোঃ হুমায়ূন শেখ, মিজানুর রহমান খোকন, ইলিয়াস শেখ, মোঃ হাফিজুর রহমান, বিএনপি নেতা মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের ছাত্রদল নেতা মিজানুর রহমান, রূপসা উপজেলা ছাত্রদলের সভাপতি কাজী জাকারিয়া, ছাত্রদল জান্নাতুল নাঈম, আলামিন প্রমুখ। দোয়া অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির সকলকে পরিচয় করে দেয়া হয়। নিম্নে এ কমিটির তালিকা দেয়া হলো-সভাপতি মোঃ রুবেল মীর,
সিনিঃ সহ -সভাপতি মোঃ মারুফ হোসেন, সহ- সভাপতি মোঃ জুলফিকার আলী ফকির, সাধারণ সম্পাদক মোল্লা রিয়াজুল ইসলাম, যুগ্ম- সম্পাদক মোঃ মহিদুল শেখ, সহ -সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক
মোঃ আবু আমির শেখ, কোষাধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান খোকন, দপ্তর সম্পাদক খান আনিসুর রহমান, প্রচার সম্পাদক মোঃ হাফিজুর রহমান, কার্যনির্বাহী সদস্য মোঃ হেলাল শেখ। উল্লেখ্য, সিএন্ডবি জামে মসজিদের পেশ ইমাম মোঃ ফজলুল করিম, মারকাযুল হুদা মাদ্রাসার মুহাতামিম মুফতি আনিসুর রহমান এর যৌথ পরিচালনায় দোয়া অনুষ্ঠিত হয়।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: