রূপসা প্রতিনিধিঃ রূপসায় উপজেলা জামায়াত ইসলামি আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাস্তির দাবীতে মিছিল আজ ১৫ আগষ্ট বিকাল উপজেলার নতুনহাট বাজার চত্বরে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামাতের আমির হযরত মাওলানা মোঃ লবিবুল ইসলাম,নায়েবে আমির ডাঃ মোঃ ইমন সহ ইউনিয়ন ও ওয়ার্ড নেতা কর্মীরা।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মোস্তাফিজুর রহমান,নির্বাহি সম্পাদক : মোঃ বেনজীর হোসেন,বার্তা সম্পাদক : চন্দন ভট্টাচার্য্য, উপদেষ্টা : এ্যাড. সরদার আবুল হাসেম ডাবলু, উপদেষ্টা : তরুন চক্রবর্তী বিষ্ণু। মোবাইল : 01639924798, অফিস : রামনগর (মজিবর মোড়) , রূপসা, খুলনা।1260