সাংবাদিক উন্নয়ন ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠণ, এ্যাড.মোল্লা মহব্বত আলী সভাপতি ও মো: মোস্তাফিজুর রহমান সাধারণ সম্পাদক মনোনীত | বঙ্গ নিউজ

সাংবাদিক উন্নয়ন ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠণ, এ্যাড.মোল্লা মহব্বত আলী সভাপতি ও মো: মোস্তাফিজুর রহমান সাধারণ সম্পাদক মনোনীত

28 September 2024, 6:57:39

নিজস্ব প্রতিনিধি ঃ 

সাংবাদিক উন্নয়ন ফাউন্ডেশন এর কমিটি গঠন উপলক্ষে ২৮ সেপ্টেম্বর (শনিবার) বিকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ফাউন্ডেশনের পূর্ব রূপসা অস্থায়ী কার্যালয়ে। ১৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করেন সভাপতি এড.মোল্লা মহব্বত আলী।
কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন, সিনিয়র সহ—সভাপতি রাজু আহমেদ খান শহীদ, সহ-সভাপতি আ.রাজ্জাক শেখ, সহ সম্পাদক মো: বেনজির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ নাঈমুজ্জামান শরীফ, কোষাধ্যক্ষ চন্দন ভট্টাচার্য্য, দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ মাহদী হাসান, আইসিটি সম্পাদক এফ এম বুরহান, নির্বাহী সদস্য শামীম চৌধুরী, শেখ ফরিদ বাবু, আল মামুন, সদস্য মো: সাহেব আলী, মো: ওলিয়ার রহমান, মো: মামুন শেখ প্রমূখ।

এর আগে গত ৭ সেপ্টেম্বর ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে এড.মোল্লা মহব্বত আলীকে সভাপতি ও মোস্তাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক মনোনীত করে পূর্ণাঙ্গ কমিটি করার দায়িত্ব দেওয়া হয়।
প্রসঙ্গত, পারস্পারিক সম্পর্ক, পেশাগত উৎকর্ষ ও পেশার মাধ্যমে নিজের এলাকার মানুষের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে ২০২৪ সালে সংগঠনটি যাত্রা শুরু করে।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: