সমুদ্র উপকূলীয় পাইকগাছা উপজেলার বানভাসি মানুষের পাশে দাঁড়াল মুস্তাফিজ ফাউন্ডেশন

বঙ্গ ডেস্ক :
সাগর ও সুন্দরবনের কোল ঘেসা পাইকগাছা উপজেলার বানভাসি মানুষের পাশে দাঁড়াল মুস্তাফিজ ফাউন্ডেশন ।
গতকাল পাইকগাছা উপজেলার,দেলুটি ইউনিয়ন এর সৈয়দখালী, ফুলবাড়ী বাজার,তেলিঘাটি ঘাট ও সাধুর ঘাট এলাকায় প্রায় ২০০ জনের মধ্যে ভালোবাসার সহয়তা হিসেবে চাল,মুড়ি,বিশুদ্ধ খাবার পানি,খাবার স্যালাইন বিতরন করা হয় ।এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা ও আহবায়ক মাহির আরাফত রহমান,উপস্থিত ছিলেন ।অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন – মুস্তাফিজ ফাউন্ডেশন এর ট্রাস্টি মুজতাহীদুর রহমান রিংকু,সিনিয়র সাংবাদিক ও রোটারীয়ান চিশতী মাহমুদ হাসান,মুস্তাফিজ ফাউন্ডেশন এর ট্রাস্টি খাদিজা রহমান,ফারহান রায়হান রহমান,এমডি সামিন রহমান,নুসরাত জয়া,খালিদ আল ইমরান,এম ডি টিটো,শেখ রিফাত,মামশুক আমিন আলিফ প্রমুখ।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: