সমান সুযোগের দাবিতে তেরখাদায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিতসহ পাঁচ দফা দাবিতে খুলনার তেরখাদা উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বক্তারা বলেন, দেশের নির্বাচন ব্যবস্থা বর্তমানে একপক্ষীয় ও আস্থাহীন হয়ে পড়েছে। একটি অংশগ্রহণমূলক, বিশ্বাসযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের জন্য এখনই নির্বাচন ব্যবস্থার কাঠামোগত সংস্কার প্রয়োজন। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন যেন জুলাই সনদের আলোকে অনুষ্ঠিত হয় এবং তাতে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চালু করে সব দলের অংশগ্রহণের উপযোগী পরিবেশ তৈরির আহ্বান জানান।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য এবং ইসলামী ছাত্রশিবিরের খুলনা জেলা ও মহানগর শাখার সাবেক সভাপতি অধ্যাপক স. ম. এনামুল হক। তিনি বলেন, “নির্বাচন মানেই শুধু ভোট গ্রহণ নয়, এটি একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় নিরপেক্ষতা, আইনগত ভিত্তি এবং সকলের সমান অংশগ্রহণ নিশ্চিত না হলে তা কখনোই গণতান্ত্রিক হতে পারে না।”
সভাপতিত্ব করেন তেরখাদা উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, এবং পুরো আয়োজনটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. নাহিদ হাসান।
সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুস সালাম জাহেদী, মাওলানা গোলাম রব্বানী, মাহফুজুর রহমান, মাওলানা এম. এ. হাফিজ, মাওলানা আব্দুর রাকিব, আব্দুস সামাদ লিটন, মাওলানা ইবাদুর রহমান, মিজানুর রহমান, আহসান হাবিব লোনা ও মাওলানা শাহজাহান আলী।
এছাড়া সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন খেলাফত মজলিশের তেরখাদা উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আবু জাফর সিদ্দিকী।
এ সময় আরও উপস্থিত ছিলেন মৌলবী মাসুদুর রহমান, মুজাহিদুল ইসলাম রাগীব, সাজ্জাদুল ইসলাম রানা, সরফুজ্জামান টিপু, মাওলানা জাহিদুল ইসলাম, সাজ্জাদুর রহমান রাসেল, সাব্বির হোসেন বোরহান, আব্বাস মোল্লা, আব্দুল আজিজ, আব্দুল হান্নান, আবুল হাসান, লিয়াকত আলী, এস এম আব্দুল্লাহ, ইলিয়াস, আবুল বাশার মোল্লা, নান্নু মিয়া, সোহানুর রহমান, হাফিজুর রহমান, কাজী সাজ্জাদ, মাসুদুর রহমান, ছাত্রশিবির নেতা মিল্লাত হোসেন, মো. ইফরাদ হোসেন, হেদায়েত হোসেন, নাহিয়ান নাফিসসহ অর্ধশতাধিক স্থানীয় নেতাকর্মী।
বক্তারা বলেন, দেশের রাজনীতি আজ চরম অবিশ্বাস আর বিভক্তির মধ্যে আটকে গেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে হলে নির্বাচনকে হতে হবে বিশ্বাসযোগ্য, অন্তর্ভুক্তিমূলক এবং সাংবিধানিকভাবে স্বচ্ছ। এজন্যই পাঁচ দফা দাবির দ্রুত বাস্তবায়ন জরুরি বলে তারা মন্তব্য করেন।
মিছিল-সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং নেতাকর্মীরা জাতীয় রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: