বঙ্গ সাহিত্য :
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সকল শ্রেণি পেশার মানবজাতিকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন ডাক বাংলা সাহিত্য একাডেমি'র সম্মানিত প্রতিষ্ঠাতা ও সভাপতি শ ম দেলোয়ার জাহান। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে তিনি বলেন, মুসলিমদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদ-উল-আযহা। প্রতি বছর জিলহজ্জ মাসের ১০ তারিখ কোরবানির ঈদকে ঈদ-উল-আযহা নামে সমগ্র বিশ্বের মুসলিম জাতি পালন করে আসছে। মনের পশুত্ব কোরবানির মধ্য দিয়ে আত্মশুদ্ধি আসে পবিত্র ঈদ-উল-আযহার আনন্দঘন মুহুর্ত। সেই মুহুর্তে মুসলিমদের নিবিড় ভ্রাতৃত্ববোধ উদ্বুদ্ধ করে। পবিত্র ঈদ-উল-আযহার খুশির দিনে দেশ ও মানবজাতির ভাগ্য নির্ধারণের ইতিবাচক প্রভাব পড়বে। আমরা যে যেখানেই থাকি না কেন ঘনিষ্ঠজন, নিকটতমসহ সকলেই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিব। কোনো অসহায় মানব যেন অস্বচ্ছল না থাকে সেজন্য স্বচ্ছল ব্যক্তি তারা যেন সকলেই হাত বাড়িয়ে এগিয়ে আসুন। আসুন সকলেই দলমত নির্বিশেষে ঈদ উৎসব পালন করি। মহান পাক রাব্বুল আলামিনের কাছে আমাদের সকলের প্রাণপ্রিয় বাংলাদেশ এবং বিশ্বের সকল মানবজাতির উত্তরোত্তর শান্তি, সমৃদ্ধি, উন্নতি, সুস্থ ও সুন্দর জীবন মঙ্গল কামনা করি। সকল মানবজাতিকে জানাই ঈদ-উল-আযহার শুভেচ্ছা ও মোবারকবাদ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মোস্তাফিজুর রহমান,নির্বাহি সম্পাদক : মোঃ বেনজীর হোসেন,বার্তা সম্পাদক : চন্দন ভট্টাচার্য্য, উপদেষ্টা : এ্যাড. সরদার আবুল হাসেম ডাবলু, উপদেষ্টা : তরুন চক্রবর্তী বিষ্ণু। মোবাইল : 01639924798, অফিস : রামনগর (মজিবর মোড়) , রূপসা, খুলনা।1260