রবিবার ২৬ অক্টোবর, ২০২৫

সউফো স্টার অ্যাওয়ার্ড-২০২৫ (৩য় ধাপ) পাচ্ছেন যারা……

21 May, 2025 10:53:12

বঙ্গ ডেক্স:

সম্মিলিত উদ্যোক্তা ফোরাম কর্তৃক আয়োজিত ‘সউফো স্টার অ্যাওয়ার্ড ২০২৫ (৩য় ধাপ)’ প্রদানের জন্য সাংবাদিকতা, আবৃত্তি, সংগঠন, সাহিত্য ও ক্ষুদ্র ব্যবসা ক্যাটাগরিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৫ জন পাচ্ছেন ‘সউফো স্টার অ্যাওয়ার্ড ২০২৫ (৩য় ধাপ)’। গত ২০ মে ২০২৫ খ্রি. রোজ মঙ্গলবার বিকাল ০৪:০০ ঘটিকায় ফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ‘সউফো স্টার অ্যাওয়ার্ড ২০২৫ (৩য় ধাপ)’ কমিটি মনোনীত জুরি বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্যাওয়ার্ড প্রদানের স্থান, তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

যারা ‘সউফো স্টার অ্যাওয়ার্ড ২০২৫ (৩য় ধাপ)’ এর জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন, তারা হলেন যথাক্রমে:

১. মোঃ মোস্তাফিজুর রহমান – সাংবাদিকতা;
২. সৈয়দ তৌফিক কামাল – আবৃত্তি;
৩. মাসুম আহমেদ রানা – সংগঠন;
৪. গাজী বেলাল উদ্দিন – সাহিত্য;
৫. দেবব্রত ঘোষ দেবু – ক্ষুদ্র ব্যবসা;

এই প্রসঙ্গে ‘সউফো স্টার অ্যাওয়ার্ড ২০২৫ (৩য় ধাপ)’ কমিটির আহ্বায়ক ড. আফছানা বিনতে বাতেন বলেন, ‘সউফো জুরি বোর্ডের সদস্যরা চুলচেরা বিচার বিশ্লেষণ ও যাচাই-বাছাই করে এই ৫ জনকে অ্যাওয়ার্ড প্রদানের জন্য চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন। এই মনোনয়ন প্রক্রিয়ায় কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়েছে। আমাদের বিশ্বাস, আমরা সম্মাননার জন্য উপযুক্ত ব্যক্তিদেরই নির্বাচন করতে সক্ষম হয়েছি।’

উল্লেখ্য যে, উদ্যোক্তাদের উন্নয়নকে বেগবান করার লক্ষ্যে ২০১৯ সালে প্রতিষ্ঠা করা হয় সম্মিলিত উদ্যোক্তা ফোরাম। এই ফোরামে উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা সৃষ্টি, আর্থ সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড, শিক্ষার মান উন্নয়ন, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির মান উন্নয়ন, উদ্যোক্তাদের স্বাবলম্বীকরণ এবং নবীন-প্রবীণ উদ্যোক্তাদের মেলবন্ধনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। ফোরামের বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালে প্রবর্তন করা হয় ‘সউফো স্টার অ্যাওয়ার্ড ২০২৫ (৩য় ধাপ)’।

শুভেচ্ছান্তে:

স্বাক্ষরিত/-
এস এম দেলোয়ার জাহান
প্রতিষ্ঠাতা ও সভাপতি
সম্মিলিত উদ্যোক্তা ফোরাম
মাদারীপুর, ঢাকা, বাংলাদেশ।

স্বাক্ষরিত/-
তানিয়া পারভীন তামান্না
সাধারণ সম্পাদক
সম্মিলিত উদ্যোক্তা ফোরাম
মাদারীপুর, ঢাকা, বাংলাদেশ।

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support