রবিবার ২৬ অক্টোবর, ২০২৫

শ ম দেলোয়ার জাহান -এর “স্বপ্ন নিয়ে যাত্রা” একক কবিতাগুলো হৃদয় ছোঁয়া কাব্যিক সুন্দর ও সার্থক মনে হয়……শেখ কাকলী আক্তার শান্তা

2 February, 2025 8:01:09

বঙ্গ সাহিত্য :

শ ম দেলোয়ার জাহান সাহিত্য জগতের নতুন কোন মুখ নয়। সু-পরিচিত মুখ। “স্বপ্ন নিয়ে যাত্রা” একক কবিতার বইটি সময়ের সুর প্রকাশনা থেকে ছাপানো হয়েছে। তাঁর রচিত সকল কবিতাই শিক্ষনীয় বিষয়। তাঁর লেখার প্রতিটি কবিতা নারী, মা, বঁধু, স্বদেশ প্রেম, সমকালীন ও সমসাময়িক বিষয় নিয়ে লিপিবদ্ধ করেছেন যা আমি পাঠ করে মুগ্ধ হয়েছি। তাঁর কবিতায় শাশ্বত আবেগপ্রবণ হৃদয়গ্রাহী রুপ ধরে তুলেছেন প্রতিটি কবিতার পঙক্তিমালায়। যা আমাদের বর্তমান কবিদের বেলায় কম দেখা যায়। তাঁর কবিতাগুলোর মধ্যে অন্যতম “প্রিয়তমার অভিমান” ভালোবাসা ও ভালোলাগার কবিতা।
তিনি ছোট ছোট জিনিষের মধ্যে খুঁজেছেন ভালোলাগা। শুরু থেকে শেষ পর্যন্ত সকল কবিতাই ভালোলাগার বিষয় হয়েছে আমার কাছে। গত ২০২১, ২০২২ এবং ২০২৩ সালে তাঁর “স্বপ্ন নিয়ে যাত্রা” একক বইটি বেস্ট সেলার অর্জন করেছে যা পাঠকের হৃদয়ে আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছে।

আমিও আশা রাখব, সুধী পাঠক মহলে “স্বপ্ন নিয়ে যাত্রা” বইটি পাঠ করিলে অনেক কিছু জানা ও শেখার ইচ্ছা মনে জাগবে। তাঁর এই একক বইটিতে বহু ও বিচিত্রমুখী কবিতায় বহির্বিশ্বের নানা বিষয় স্থান পেয়েছে। তবে তাঁর প্রতিটি কবিতাই সুন্দর ও সার্থক মনে হয়। কবি’র অনেক  কবিতা আছে যা থেকে কোটেশন করা যায়, একজন কবি’র লেখায় এটা একটা গুরুত্বপূর্ণ দিক। কবি আমাদের আরও সুখপাঠ্য কবিতার বই ভবিষ্যতে উপহার দেবেন সে আশা রইল। পরিশেষে সকল সুধী পাঠক মহলে বিনীত অনুরোধ থাকবে, কবি’র একক বইটি ফুরিয়ে যাওয়ার পূর্বে আপনার, আমার এবং সকলের সংগ্রহে রেখে দেই। অবশেষে কবি’র এবং বইটির জন্য সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।

 

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support