শ ম দেলোয়ার জাহান -এর “স্বপ্ন নিয়ে যাত্রা” একক কবিতাগুলো হৃদয় ছোঁয়া কাব্যিক সুন্দর ও সার্থক মনে হয়……শেখ কাকলী আক্তার শান্তা

বঙ্গ সাহিত্য :
শ ম দেলোয়ার জাহান সাহিত্য জগতের নতুন কোন মুখ নয়। সু-পরিচিত মুখ। “স্বপ্ন নিয়ে যাত্রা” একক কবিতার বইটি সময়ের সুর প্রকাশনা থেকে ছাপানো হয়েছে। তাঁর রচিত সকল কবিতাই শিক্ষনীয় বিষয়। তাঁর লেখার প্রতিটি কবিতা নারী, মা, বঁধু, স্বদেশ প্রেম, সমকালীন ও সমসাময়িক বিষয় নিয়ে লিপিবদ্ধ করেছেন যা আমি পাঠ করে মুগ্ধ হয়েছি। তাঁর কবিতায় শাশ্বত আবেগপ্রবণ হৃদয়গ্রাহী রুপ ধরে তুলেছেন প্রতিটি কবিতার পঙক্তিমালায়। যা আমাদের বর্তমান কবিদের বেলায় কম দেখা যায়। তাঁর কবিতাগুলোর মধ্যে অন্যতম “প্রিয়তমার অভিমান” ভালোবাসা ও ভালোলাগার কবিতা।
তিনি ছোট ছোট জিনিষের মধ্যে খুঁজেছেন ভালোলাগা। শুরু থেকে শেষ পর্যন্ত সকল কবিতাই ভালোলাগার বিষয় হয়েছে আমার কাছে। গত ২০২১, ২০২২ এবং ২০২৩ সালে তাঁর “স্বপ্ন নিয়ে যাত্রা” একক বইটি বেস্ট সেলার অর্জন করেছে যা পাঠকের হৃদয়ে আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছে।
আমিও আশা রাখব, সুধী পাঠক মহলে “স্বপ্ন নিয়ে যাত্রা” বইটি পাঠ করিলে অনেক কিছু জানা ও শেখার ইচ্ছা মনে জাগবে। তাঁর এই একক বইটিতে বহু ও বিচিত্রমুখী কবিতায় বহির্বিশ্বের নানা বিষয় স্থান পেয়েছে। তবে তাঁর প্রতিটি কবিতাই সুন্দর ও সার্থক মনে হয়। কবি’র অনেক কবিতা আছে যা থেকে কোটেশন করা যায়, একজন কবি’র লেখায় এটা একটা গুরুত্বপূর্ণ দিক। কবি আমাদের আরও সুখপাঠ্য কবিতার বই ভবিষ্যতে উপহার দেবেন সে আশা রইল। পরিশেষে সকল সুধী পাঠক মহলে বিনীত অনুরোধ থাকবে, কবি’র একক বইটি ফুরিয়ে যাওয়ার পূর্বে আপনার, আমার এবং সকলের সংগ্রহে রেখে দেই। অবশেষে কবি’র এবং বইটির জন্য সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: