শরতের বিকাল / এম. এ. জলিল শিকদার
শরতের বিকালে ঘুরে এলাম অবসরে
বেয়াই, বান্ধবী আর ভাবির সাথে,
দেখলাম কাশফুল, ধানক্ষেতের পাশে
সাদা সাদা মেঘ ভাসে নীল আকাশে।
নরম মাটি আবার চিকন পাড়
হেটে হেটে সবাই হলাম পার,
মাঝে মাঝে নতুন সাজে ছবি তুলে
অতীতের বেদনা যেন, সব গেছি ভুলে।
হটাৎ দেখলাম একটি সাদা বক
ফাঁদে পরে বাঁচার জন্য করছে ছটফট,
কোন নিষ্ঠুর শিকারী যে পেতেছে এ ফাঁদ!
নিষ্পাপ পাখিটা বুঝি করছে আর্তনাদ।
হাটতে হাটতে এক সময় সন্ধ্যা নেমে এলো
নদীর পাড়ে হাটতে তখন লেগেছিলো ভালো,
ঝোপ-ঝারে মিট মিট জ্বলছিল জোনাকী
মনে হলো ফিরবোনা আরো কিছুক্ষন থাকি।
পূণিমার রাত সেদিন নদীর পাড়ে বসে
প্রিয়তমা চাঁদকে দেখি দূর আকাশে,
গুন গুনিয়ে গান ধরল পাশে বসে ভাবি
ছলাৎ ছলাৎ নদীর জল লাগছিল হেবি।
এমন ক্ষনে যদি আমার সে মানুষটি থাকতো
কাঁধে মাথা রেখে যে হাতে হাত রাখতো।
হতাম যদি কল্পনার সেই মেয়েটির স্বামী।
পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হতাম আমি
…………….০০০০০০০০০০০………….
সর্বশেষ
Developed by bd it support
