প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৬, ২০২৫, ৩:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৯, ২০২৫, ২:৪৫ পি.এম
রূপান্তরের আয়োজনে দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইন্টারেক্টিভ ডায়লগ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:
সোমবার সকাল ১০টায় দিঘলিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে মানব পাচার প্রতিরোধে ইন্টারেক্টিভ ডায়ালগ অনুষ্ঠিত হয়। উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে আশ্বাস প্রকল্পের আওতায় ডায়লগ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস ।
আশ্বাস প্রকল্পের প্রোগাম অফিসার মো: মোশারেফ আলী সোহেলের সঞ্চলনায় আশ্বাস প্রকল্পের কার্যক্রম ও ডায়লগ সভার উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন প্রোজেক্ট কো-অর্ডিনেটর সুবল ঘোষ। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস বলেন, অনগ্রসর জনপদ ও প্রত্যন্ত অঞ্চলের লোকজন দালাল চক্রের খপ্পরে পড়ে বিপদগামী হয়ে থাকেন। এই মানবপাচার প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষে আমাদের কাজ করতে হবে। প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে মানব পাচার ও অনিয়মিত অভিবাসন প্রতিরোধে কাজ করতে হবে। একই সাথে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির জন্য স্কুল, কলেজ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে পাচার বিষয়ক তথ্য প্রদান এবং আলোচনায় উদ্বুদ্ধ করবে।
সভায় উপজেলায় পাচার এর বর্তমান পরিস্থিতি, সারভাইভার এর অভিজ্ঞতা বিনিময়, মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও সারভাইভার সুরক্ষা বিষয়ক কার্যক্রমে সিটিসি’র অংগ্রহণ নিশ্চিতকরণ বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপজেলা মানব পাচার প্রতিরোধে করণীয় বিষয়ে মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: মাহাবুব আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: শাহ আলম, সমাজ সেবা কর্মকর্তা মো: সোহাগ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোনায়েম খান, উপজেলা কৃষি অফিসার মো: কিশোর আহমেদ, ইউপি চেয়ারম্যান এসএম ফরিদ আক্তার, ইউপি সদস্য পলি আক্তার, ম্যারেজ রেজিস্ট্রার সাজ্জাদ হোসেন, শিক্ষক হুমায়ন কবির, সিটিসি সদস্য মাবিয়া খাতুন প্রমুখ।
এ অনুষ্ঠানে উইনরক ইন্টারন্যাশনাল কর্তৃক আশ্বাস প্রকল্পের জন্য নির্মিত “আগুন পাখি” নামক একটি ডকুমেন্টরি ভিডিও দেখানো হয়। যেখানে মানব পাচারের শিকার সারভাইভারদের সংগ্রাম, বৈষম্য ও ফিরে আসার গল্প তুলে ধরা হয়েছে। উল্লেখ্য আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড সরকারের এর সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে খুলনা জেলায় ‘রূপান্তর’ মাঠ পর্যায়ে কাজ করছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মোস্তাফিজুর রহমান,নির্বাহি সম্পাদক : মোঃ বেনজীর হোসেন,বার্তা সম্পাদক : চন্দন ভট্টাচার্য্য, উপদেষ্টা : এ্যাড. সরদার আবুল হাসেম ডাবলু, উপদেষ্টা : তরুন চক্রবর্তী বিষ্ণু। মোবাইল : 01639924798, অফিস : রামনগর (মজিবর মোড়) , রূপসা, খুলনা।1260
আই’টি ইনর্চাজ : মোঃ নাঈমুজ্জামান শরীফ