রূপসা সেতু সংলগ্ন পশ্চিম প্রান্তে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ ; নিহত ২ ও আহত ৪
নিজস্ব প্রতিবেদক :
রূপসা সেতুর (খানজাহান আলী সেতু) পশ্চিম প্রান্তে দারোগার লীজ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং চারজন আহত হয়েছেন।
সোমবার (৯ জুন) সকাল ৬টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন ইজিবাইক চালক রফিকুল ইসলাম (৫৬) ও যাত্রী তানজিল (১২)। তারনাস্থলেই প্রাণ হারান। আহতদের মধ্যে চারজনই ইজিবাইকের যাত্রী। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
লবণচরা থানা ক্যাম্প ইনচার্জ (আইসি) উপ-পরিদর্শক মোঃ আব্দুর রহিম জানান, “ভোরের দিকে চাঁদপুর থেকে কয়েকজন যাত্রী খুলনায় আত্মীয়ের বাড়িতে আসছিলেন। তারা বাস থেকে নেমে একটি ইজিবাইকযোগে রং সাইড হয়ে যাত্রা করছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক ও এক কিশোর যাত্রী নিহত হয়।”
দুর্ঘটনার পর পরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। ট্রাক ও চালককে শনাক্ত করতে অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সড়ক নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা দুর্ঘটনাপ্রবণ এ এলাকাতে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
Developed by bd it support
