রূপসা সামন্তসেনায় মিলাদুন্নবী (স:) পালিত | বঙ্গ নিউজ
হোম / আঞ্চলিক, ধর্ম / বিস্তারিত

রূপসা সামন্তসেনায় মিলাদুন্নবী (স:) পালিত

18 September 2024, 3:44:30
রূপসা প্রতিনিধি 
 পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে  উপজেলার সামন্তসেনা দারুস সুন্নাত সিদ্দিকিয়া মাদ্রাসায় ১৮ সেপ্টেম্বর’২৪ বুধবার সকাল ১০ টায় আলোচনা, সাংস্কৃতিক আনুষ্ঠান ও মিলাদ মাহফিল আনুষ্ঠিত হয়। বাংলাদেশ জমিয়াতুল মোদারেছিন রূপসা শাখা আয়োজিত আনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা ইসলামী কেন্দ্রের অধ্যক্ষ সৈয়দ ইব্রাহীম খলিল রাজাভী। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জমিয়াতুল মোদারেছীন খুলনা জেলা সভাপতি মাওলানা মোঃ শফিউদ্দীন নেছারী। বিশেষ অতিথি ছিলেন খুলনা সম্মিলিত ওলামায়ে কেরাম এর সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা ইব্রাহীম ফয়জুল্লাহ ও গ্লোরি আর্ট প্রেস এর স্বত্তাধিকারী মোহাম্মদ জাহিদ হাবিব।
মাওলানা আব্দুল হান্নানের পরিচালনায় আনুষ্ঠানে বক্তৃতা করেন মাওলানা ইমাম হেসেন, কারী নুরুল ইসলাম, হাফেজ মাওলানা আসাদুজ্জামান, মারুফ মোড়ল, মাওলানা রফিকুল ইসলাম, এস এম শাহ্ আলম, আবুল কালাম আজাদ, শামসুল হক, চাঁদপুর দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অধ্য মাওলানা আবদুর রহমান, তিলক সিদ্দিকী আকবর দাখিল মাদ্রাসার সুপার মাহবুবুর রহমসন, সহ-সুপার সাইফুল্লাহ কবীর, শামীম হোসেন, মাওলানা গোলাম রব্বানী, সহকারী শিক্ষক মাহফুজা খাতুন প্রমুখ। পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে  পুরস্কার বিতরণ করা হয়।
আনুষ্ঠানে দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইব্রাহীম ফয়জুল্লাহ।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: