মঙ্গলবার ২৮ অক্টোবর, ২০২৫

রূপসা সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা কামরুলের ইন্তেকাল

30 October, 2024 5:09:08

 

রূপসা প্রতিনিধিঃ

সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা,রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের নন্দনপুর গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা হান্নান মোল্যার পুত্র মোল্যা কামরুল ইসলাম (৪৫) হৃদরোগে আক্রান্ত হয়ে আজ ৩০ অক্টোবর বুধবার দুপুরে ইন্তেকাল করেছেন। তিনি খুলনার একটি বাসায় থাকা অবস্থায় বুকে ব্যাথা এবং শ্বাসকষ্ট অনুভব হলে তাকে দ্রুত সিটি মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাবেক এই ছাত্রনেতার মাতা শাহিদা বেগম,স্ত্রী ফারিহা মুনতাজ রুনা এবং আবু সুফিয়ান আনাচ (৫) নামে এক শিশুপুত্র রয়েছে। তার এক ভাই ও এক বোন রয়েছে। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন সদালাপী, মিষ্টভাষী, পরোপকারী এবং জনপ্রিয় ব্যক্তিত্ব। ছোট বেলা থেকে তিনি ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং সর্বশেষ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ছিলেন। তিনি বিগত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আজ বিকালে তার মৃত নিজ বাড়িতে আনার পর বাড়িতে নানা পেশার শত শত মানুষ তাকে শেষবারের মত দেখতে আসেন। এসময় তার বাড়িতে আসেন এবং শোকাহত পরিবারকে শান্তনা দেন খুলনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোস্তফা উল বারি লাভলু,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক,সাবেক ছাত্রনেতা আবু হোসেন বাবু,যুবদল নেতা শফিকুল ইসলাম বাচ্চু,সেলিম চৌধুরী,সাবেক ছাত্রনেতা বাসুদেব রায় চৌধুরী,সরদার জসীম,শারাফাত হোসেন উজ্জল, আশিক ইকবাল,ওয়ায়েসকুরুনী বাবু,সাব্বি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support