রবিবার ২৬ অক্টোবর, ২০২৫
রূপসা বিএনপির আয়োজনে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ) পালিত
19 September, 2024 1:14:01
রূপসা প্রতিনিধিঃ
রূপসায় পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সঃ) নবি উদযাপন উপলক্ষে আলোচনা সভা,দোয়া মাহফিল ও তাবারক বিতরণ আজ ১৯ সেপ্টেম্বর আসরবাদ কাজদিয়া টিএনটি অফিসের সামনে অনুষ্ঠিত হয়।
রূপসা উপজেলা সদর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তফা উল বারী লাভলু।
প্রধান বক্তার বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিএম কামরুজ্জামান টুকু।
দোয়া মাহফিল বাস্তবায়ন কমিটির আহবায়ক সৈয়দ নিয়ামত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিএনপি নেতা সৈয়দ মাহমুদ আলী,এ্যাড তাফছিরুজ্জামান।
দোয়া মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মুন্না সরদার ও বিএনপি নেতা এইচএম কামরুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন জিএম আসাদুজ্জামান আজিজুল ইসলাম,আবু সরদার,আকরাম গোলদার, আবুল কালাম আজাদ,খান ওলিয়ার রহমান, ওহিদুজ্জামান চঞ্চল,বিল্লাল শেখ,আয়ূব আলী, হাফিজুর রহমান,জুয়েল আহম্মেদ বাদশা,খান আসাদুর রহমান, জাহিদুল ইসলাম,জিয়াউর রহমান, কাজী আঃ কুদ্দুস, বাদশা আলমগীর,আবু দাউদ দানিশ,হিরোক গোলদার, ইমরান শেখ,আবুল কাশেম,ওয়ালিদ শেখ, সাইদুল ইসলাম,রমজান গোলদার,আরাফাত শেখ, রুবাই গোলদার,সোহাগ সরদার,ফেরদৌস শেখ, মাহাবুবুর রহমান,ফুরাদ হোসেন,জিএম শাহারুখ, রবিউল ইসলাম,শাহিনুর রহমান,বাবুল শেখ, মশিউর, সাইফুল কাজী,মাসুদ,রবি সরদার প্রমূখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা গোলাম মোস্তফা ও হাফেজ হাবিবুর রহমান।
মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক : চন্দন ভট্টাচার্য্য
মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা।
bangonews@gmail.com/01911567809
Developed by bd it support
