রূপসা প্রেসক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপিত

নিজস্ব প্রতিবেদক ঃ
মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনীর উপর আলোচনা ও দোয়া মাহফিল এর মাধ্যমে রূপসা প্রেসক্লাবে ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১২টায় ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমান। সাধারণ সম্পাদক খান আঃ জব্বার শিবলীর সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তৃতা করেন সহ-সভাপতি আব্দুল কাদের, সাবেক সাধারণ সম্পাদক খান মিজানুর রহমান, তরিকুল ইসলাম ডালিম, কোষাধ্যক্ষ তৌহিদুল ইসলাম কচি, ক্লাবের সদস্য এস এম আবু হারুনার রশিদ, আখতার খান, রেজাউল ইসলাম তুরান।
এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার আব্দুস ছালাম, আবু বক্কর মোল্লা, এসএম জাকির হোসেন, আলমগীর হোসেন, বাবু প্রমুখ।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: