রূপসা প্রেসক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলেল সংবর্ধনা প্রদান

রূপসা প্রতিনিধিঃ
নবাগত রূপসা উপজেলা নির্বাহী অফিসার ও রূপসা প্রেসক্লাবের পৃষ্ঠপোষক আকাশ কুমার কুন্ডু কে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়। রূপসা প্রেসক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও তার বক্তব্যে বলেন দেশের চতুর্থ স্তম্ভ ও জাতির বিবেক খ্যাত কলম যোদ্ধা সাংবাদিকদের সত্য, বস্তুনিষ্ঠ, নিরেপক্ষ, দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।সাংবাদিকদের লেখনির মাধ্যমে সমাজের দূর্গতি,অন্যায় ও দূর্নীতির চিত্র ফুটিয়ে তুলতে হবে।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী।
ক্লাবের সাধারণ সম্পাদক খাঁন আব্দুল জব্বার শিবলী পরিচালনায় আরোও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি তরুণ চক্রবর্তী বিষ্ণু, সহ-সভাপতি মোঃ আব্দুল কাদের, সাবেক সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন,খান মিজানুর রহমান, তরিকুল ইসলাম ডালিম, কোষাধ্যক্ষ তৌহিদুল ইসলাম কচি, আবু হারুনর রশীদ,আল মাহমুদ প্রিন্স,আশিকুর রহমান বাবু, খান আক্তারুজ্জামান, নাইমুজ্জামান শরীফ,তুরান প্রমূখ।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: