রূপসা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ | বঙ্গ নিউজ

রূপসা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

8 June 2025, 3:12:02

নিজস্ব প্রতিনিধি :

ঐতিহ্যবাহী রূপসা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। বিগত কমিটির নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে আজ বিকেলে এ দায়িত্ব হস্তান্তর করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায় কমিটির সভাপতি এস এম মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সভাপতি তরিকুল ইসলাম ডালিম, বিদায় কমিটির সাধারণ সম্পাদক খান আব্দুল জব্বার শিবলী। নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের পরিচালনায় বক্তৃতা করেন সাবেক সভাপতি রবিউল ইসলাম তোতা, সিনিয়র সহ-সভাপতি কৃষ্ণ গোপাল সেন, সহ-সভাপতি খান মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ আজিম, সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন মানিক, কোষাধ্যক্ষ আখতার খান,সদস্য এম হোসাইন আহমদ, চন্দন ভট্টাচার্য্য।

এসময়  উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক এমডি অলিদ শেখ, দপ্তর সম্পাদক হামিদুল হক, প্রচার সম্পাদক রেজাউল ইসলাম তুরান,  নাইমুজ্জামান শরীফ।কর্ণপূর যুব সংঘের সাধারণ সম্পাদক আশরাফ আলী রাজ  ও সমাজ সেবক মনির মোল্লা।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: