রূপসা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ;সভাপতি ডালিম, মোস্তাফিজ সম্পাদক নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক :
ব্যাপক উৎসাহ উদ্দীপনা, জাঁকজমকপূর্ণ এবং আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে রূপসা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল সকাল ১০ টা থেকে বিরতিহীন ভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে বাংলা টিভি ও আজকের সংবাদ পত্রিকার খুলনা প্রতিনিধি
তরিকুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক পদে দৈনিক খুলনাঞ্চলের স্টাফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান ও কোষাধ্যক্ষ পদে দৈনিক অর্নিবানের রূপসা প্রতিনিধি মোঃ আকতার খান নির্বাচিত হয়েছেন। এছাড়া নির্বাহী সদস্য পদে রবিউল ইসলাম তোতা,সাইফুল ইসলাম বাবলু এবং আঃ কাদের নির্বাচিত হয়েছেন। অপরদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহ-সভাপতি পদে কৃষ্ণ গোপাল সেন (দৈনিক সমকাল ও দৈনিক সময়ের খবর) সহ-সভাপতি পদে খান মিজানুর রহমান (দৈনিক খুলনা),যুগ্ম সাধারণ সম্পাদক পদে এম এ আজিম (দৈনিক প্রবাহ),সহ-সাধারণ সম্পাদক পদে শাহরিয়ার হোসেন মানিক (দৈনিক দেশ সংযোগ), সাংগঠনিক সম্পাদক পদে এমডি অলিদ শেখ ( দৈনিক স্পন্দন) প্রচার সম্পাদক পদে রেজাউল ইসলাম তুরান (দৈনিক ভয়েস অফ টাইগার), দপ্তর সম্পাদক পদে হামিদুল হক নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব ছিলেন নৈহাটী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিচুর রহমান এবং শিক্ষক আমিরুল ইসলাম। নির্বাচন চলাকালীন সময়ে প্রেসক্লাবের সম্মুখে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় উপস্থিত ছিলেন এশিয়ান টিভির খুলনা বিভাগীয় প্রতিনিধি বাবুল আক্তার, আরটিভির খুলনা প্রতিনিধি মীর মনিরুজ্জামান,মাইটিভির খুলনা প্রতিনিধি শিশির রঞ্জন মল্লিক,এশিয়ান টিভির খুলনা প্রতিনিধি আব্দুল আজিজ, জেলা বিএনপি সদস্য মোল্যা রিয়াজুল ইসলাম, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আছাফুর রহমান, সমাজসেবক সাইফুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওঃ হাবিবুল্লাহ ইমন,জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন শেখ,জামায়াতে ইসলামী নেতা রেজাউল কবির খান, বাংলা টিভির অভয়নগর প্রতিনিধি জসীমউদ্দিন বাচ্চু, বাংলা টিভির খুলনা ক্যামেরা পার্সোন জালাল শেখ, বিএনপি নেতা দিদারুল ইসলাম,জাহিদুল ইসলাম রবি, জহিরুল হক শারাদ, শাহাজালাল শান্ত,কবির শেখ,জামায়াত নেতা আজিমুদ্দিন,জসিম উদ্দীন,কর্ণপুর যুব সংঘের সভাপতি এম এ মান্নান, যুবদল নেতা দেলোয়ার হোসেন,শাহ জামান প্রিন্স, মুক্তাদির বিল্লাহ,মেহেদী হাসান,ফরহাদ হোসেন, ওসমান গনি, শাহাজাদা আলমগীর,নাঈম আহম্মেদ প্রমূখ।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: