রূপসা প্রতিনিধি:
খুলনার রূপসায় পরকীয়ার ঘটনাকে কেন্দ্র করে আবদার শেখ (৪৫) নামে এক ব্যক্তিকে একই এলাকার ভবানীপুর গ্রামের মনির শেখ কুপিয়ে হত্যা করেছে।
বৃহস্পতিবার (২২ মে) রাত ১০টা ৩০ মিনিটের সময় উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ভবানীপুর গ্রামে মো. মনির শেখ এর বসত বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভবানীপুর পুঁটিমারি বিলের মধ্যে মনির তার পরিবার নিয়ে বসবাস করে। মনির শেখ কিডনি এবং ফ্যাটি লিভার রোগে আক্রান্ত হওয়ার সুযোগে তার স্ত্রী তানজিলা একই গ্রামের আবদার শেখের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে ।
বৃহস্পতিবার রাতে আবদার শেখকে মনির শেখ তার ঘরে অসামাজিক কর্মকান্ডে লিপ্ত থাকা অবস্থায় স্ত্রীর সাথে দেখে ফেলায় ধারালো দা দিয়া এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে আবদার কে । পরে তার লাশ টেনে হিচড়ে বাথরুমের পাশে ফাঁকা জায়গায় গর্তে বস্তাবন্দি করে ফেলে দেয়।
এ সময় তার স্ত্রী তানজিলাকেও কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তানজিলাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে রূপসা থানা অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান জানান, পরকীয়ার জের ধরে এঘটনা ঘটে।
হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো দা উদ্ধার করা হয়েছে। মনির শেখকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আবদার শেখ এর সুরহতাল রিপোর্ট শেষ করে লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মোস্তাফিজুর রহমান,নির্বাহি সম্পাদক : মোঃ বেনজীর হোসেন,বার্তা সম্পাদক : চন্দন ভট্টাচার্য্য, উপদেষ্টা : এ্যাড. সরদার আবুল হাসেম ডাবলু, উপদেষ্টা : তরুন চক্রবর্তী বিষ্ণু। মোবাইল : 01639924798, অফিস : রামনগর (মজিবর মোড়) , রূপসা, খুলনা।1260