শনিবার ২৫ অক্টোবর, ২০২৫

রূপসা তালিমপুর গ্রামে JJS এর আঞ্চলিক অফিস ভবনের ২য় তলায় চুরি সংগঠিত

28 August, 2025 8:48:53

 

রূপসা প্রতিনিধি:

রূপসা বাজারের মাস্টার বুক ডিপো’র স্বত্বাধিকারী ও তালিমপুর গ্রামে জাগ্রত যুব সংঘ (JJS) এর আঞ্চলিক অফিসের ২য় তলায় সরদার মাহবুবুর রহমানের বাসায়  ২৮ আগষ্ট বৃহস্পতিবার দিবাগত রাতে এক দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়। নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।  রূপসা বাজারস্থ মাস্টার বুক ডিপো’র স্বত্বাধিকারী ও তালিমপুর গ্রামে জাগ্রত যুব সংঘের আঞ্চলিক অফিসের  ঘর মালিক সর্দার এস এম মাহবুবুর রহমান জানান, ২৮ আগষ্ট দিবাগত রাত্র ১:০০ টা থেকে সাড়ে তিনটার মধ্য সরদার মাহবুবুর রহমানের বাড়িতে জানালার গ্রিল ভেঙ্গে অভিনব এই চুরির ঘটনা ঘটেছে। সরদার মাহবুবুর রহমানের একমাত্র পুত্র  ইসমাইল রাত ১টা৭ মিনিটের সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে উঠে এবং সবকিছু ঠিকঠাক মত আছে দেখে আবার ঘুমাতে যায়। পরবর্তীতে ভুক্তভোগী সরদার মাহবুবুর রহমান তাহাজ্জুতের নামাজ পড়তে রাত সাড়ে তিনটার দিকে ঘুম থেকে উঠে দেখে আলমারি ভাঙ্গা ও সব কিছু এলোমেলো।  পরে দেখে জানালার গ্রিল ভাঙ্গা।  নগদ অর্থ, স্বর্ণালংকার ও দামিদামি কিছু মালামাল নিয়ে গেছে। তার ধারণা চোরেরা সঙ্ঘবদ্ধ হতে পারে। একাধিক ব্যক্তি না’ হলে এরকম চুরি সম্ভবপর নয়। প্রাথমিক হিসাবে প্রায়  তিন লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে বলে তিনি ধারণা দেন।। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support