মঙ্গলবার ২৮ অক্টোবর, ২০২৫

রূপসা টু মোল্লাহাট রোডের বাস চালক বাবু ড্রাইভার আর নেই

11 October, 2024 5:56:00

রূপসা প্রতিনিধি ঃ
পূর্ব রূপসা বাস-মিনিবাস মালিক সমিতির আওতাধীন রূপসা টু মোল্লাহাট রুটের বয়োজ্যেষ্ঠ বাস চালক বাবু (ড্রাইভার) ১১ অক্টোবর সন্ধ্যা ৭:৪৫ মিনিটে এশার নামাজের ওযু করার সময় মসজিদের ওযু খানায় হার্ট স্ট্রোক করে মারা যায়।
তার মৃত্যু সংবাদ শুনে শেষবারের মতো দেখতে আসেন রূপসা থানা বিএনপির আহবায়ক ও রূপসা বাস মিনিবাস মালিক সমিতির আহবায়ক কমিটির সদস্য মোল্লা সাইফুর রহমান, ৩ নং নৈহাটি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো:দিদারুল ইসলাম,রূপসা শ্রমিকদলের সাধারণ সম্পাদক ও মটর শ্রমিক ইউনিয়নের সদস্যসচিব মো:ইউনুস গাজী, রূপসা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক  মো: আসাদুজ্জামান বিপ্লব, জেলা জিসাস সাধারণ সম্পাদক তায়েফ উদ্দীন দারা,খুলনা জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক মনিরা ইয়াসমিন, ২ নং ওয়ার্ড বিএনপি নেতা আলী আকবর রাজু, যুব নেতা হান্নান মীর,মাসুম বিল্লাহ সুমন,রাসেল।
ছাত্র নেতা জান্নাতুন নাইম।শ্রমিক নেতা আ: রহিম গাজী,মুসা,আবু সিদ্দিক,আল-আমিন,আতাউর রহমান,পলাশ,জামাল,নয়ন,মিঠু মিস্ত্রি, সাইফুল ইসলাম, মজনু প্রমুখ।

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support