রূপসা প্রতিনিধিঃ
খুলনা রূপসায় কাজদিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ঈদ এ মিলাদুন্নবী উপলক্ষে হামদ,নাত,ক্বেরাত ও আলোচনা সভা এবং বিশ্বনবী (সাঃ')র জিবনী নিয়ে কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠান গত ৩ অক্টোবর বেলা ১২ টায় বিদ্যালয় হলরূমে অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক চাঁদ সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কোহিনূর জাহান,এ সময় উপস্থিত ছিলেন জিএম কামরুজ্জামান টুকু, সাবেক যুগ্ন সাধারন সম্পাদক খুলনা জেলা বিএনপি,মওলানা কবিরুল ইসলাম - নায়েবে আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা,মোঃ মনিরুল ইসলাম - ও সি (তদন্ত) রূপসা থানা,মোঃ আঃ হালিম - এজিএম পল্লীবিদ্যুৎ রপসা,অমিত রায় - ব্যাবস্থাপক সোনালী ব্যাংক কাজদিয়া শাখা, জিএম আসাদুজ্জামান আহবায়ক উপজেলা প্রেসক্লাব রূপসা , মোঃ জাহাঙ্গীর আলম - সুপার চাঁদপুর দাখিল মাদ্রাসা, মাওলানা নকিবউদ্দিন অধ্যক্ষ সরকারি করডোন্ড স্কুল।
অত্র স্কুল শিক্ষক মোঃ মারুফ হাসানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সাবেক বিএনপি নেতা সৈয়দ নিয়ামত আলী , যুবদল নেতা মুন্না সর্দার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক বৃন্দ ।
পুরস্কার বিতরণী ও দোয়া মোনাজাত শেষ সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মোস্তাফিজুর রহমান,নির্বাহি সম্পাদক : মোঃ বেনজীর হোসেন,বার্তা সম্পাদক : চন্দন ভট্টাচার্য্য, উপদেষ্টা : এ্যাড. সরদার আবুল হাসেম ডাবলু, উপদেষ্টা : তরুন চক্রবর্তী বিষ্ণু। মোবাইল : 01639924798, অফিস : রামনগর (মজিবর মোড়) , রূপসা, খুলনা।1260