রূপসা উপজেলা প্রশাসনের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব সংক্রান্ত আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

রূপসা প্রতিনিধিঃ
রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে পূজামন্ডপ গুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ে প্রস্তুতি মূলক সভা আজ ১৮ সেপ্টেম্বর সকালে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা। পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেনের পরিচালনায় স্বাগত বক্তৃতা করেন রূপসা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু। শুভেচ্ছা বক্তৃতা করেন পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রাজু কুমার দাস।
বক্তৃতা করেন রূপসা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান,প্রাণী সম্পদ কর্মকর্তা ড. আহসান হাবীব প্রামানিক, মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, নির্বাচন অফিসার আব্দুস সাত্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহান উদ্দিন, পল্লী বিদুৎ এজিএম এম এ হালিম খান, সেনেরবাজার পল্লী বিদুৎ এজিএম মোঃ কনক হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা বিপুল গাজী, ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মনিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মোল্য সাইফুর রহমান,সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র,যুগ্ম আহবায়ক রয়েল আজম,ইউপি চেয়ারম্যান শেখ মাসুম বিল্লাহ, জিয়াউল ইসলাম বিশ্বাস,আছাফুর রহমান, ইলিয়াস শেখ,পূজা উদযাপন ফ্রন্টের সাধারন সম্পাদক তপন কুমার দাস, ইসলামী আন্দোলন সভাপতি শেখ মোঃ ইউসুফ, পূজা পরিষদ নেতা বাসুদেব রায় চৌধূরী,চিত্ত রঞ্জন সেন,পিন্টু গোপাল দে,শ্যামল কুমার দাস,রঞ্জু হালদার,প্রবীর নন্দী, অপূর্ব মন্ডল, গোপাল চন্দ্র কুন্ডু, গোপাল কুশারী, রতন ধর, ইন্দ্রজিত বিশ্বাস, দিপক কুমার কুন্ডু, মাধব পাল, তাপস কুন্ডু,উজ্জল রুদ্র, তপন রায় চৌধুরী, রামকৃষ্ণ পাল, বিনা মজুমদার প্রমূখ।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: