রূপসা ইলাইপুরে বইয়ের দোকানে চুরি সংগঠিত | বঙ্গ নিউজ

রূপসা ইলাইপুরে বইয়ের দোকানে চুরি সংগঠিত

3 October 2024, 5:37:04

রূপসা প্রতিনিধি:

রূপসার ইলাইপুর মোড়ে একটি দোকানে চুরি সংগঠিত হয়েছে। সংঘবদ্ধ চোরেরা দোকানের টিনের চাল কেটে ভিতরে ঢুকে নগদ টাকা, মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল নিয়ে গেছে। ভুক্তভোগী সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে রূপসা উপজেলার ইলাইপুর মোড় বাজারে সাদিয়া লাইব্রেরীর স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম মিন্টুর দোকানে সংঘবদ্ধ চোরেরা হানা দেয়। এ সময় তারা দোকানের পিছনের অংশের টিনের চাল কেটে ভিতরে প্রবেশ করে নগদ টাকা, কয়েকটি মোবাইল ফোন, মিনিট কার্ডসহ অর্ধলক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। বিষয়টি নিয়ে দোকানের স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম মিন্টু জানান, চুরির ঘটনায় রূপসা থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। তবে আগের মত পুলিশের টহল ব্যবস্থা জোরদার না থাকায় চুরির প্রবণতা বেড়েছে বলে তিনি জানান।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: