রবিবার ২৬ অক্টোবর, ২০২৫

রূপসার সাংবাদিক বাবুর বিরুদ্ধে মাস্টারের মিথ্যা মামলা; তদন্তের দাবি

15 May, 2025 10:37:20

 

রূপসা প্রতিনিধিঃ

কাজদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান তার নিজের স্বার্থ উদ্ধারের জন্য দৈনিক ক্রাইম তদন্তের স্টাফ রিপোর্টার শেখ আশিকুর রহমানের বিরুদ্ধে মনগড়া একটি মিথ্যা মামলা দায়ের করেছেন।

কাজদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বর্তমানে কাজদিয়া মডেলে প্রাথমিকে শিক্ষকতা করছেন। তিনি পিঠাভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে,কর্মরত থাকাকালীন তার স্ত্রী খাদিজা বেগম নিজ স্বামীর বিরুদ্ধে তৎকালীন শিক্ষা অফিসার আঃ রব সাহেবের নিকট নারি কেলেঙ্কারি সহ তার আপন মামি বেবী বেগমের সাথে অবৈধ সম্পর্কের একটি অভিযোগ করেছিলেন ।

তখনকার শিক্ষা অফিসার আঃ রব সাহেব বিষয়টি আমলে নিয়ে মাস্টারের বিরুদ্ধে পদক্ষেপ নিতে গেলে,
মাস্টার সুকৌশলে তার প্রতিবেশী কাজদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি শেখ হাবিবুর রহমানের সাথে যোগাযোগ করে একটি মৌখিক মুছলেকার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করেছিলেন।
প্রথম শর্তটি ছিল মাস্টার যেন তার মামীর সাথে সম্পর্ক না রাখেন।
এবং দ্বিতীয় শর্ত ছিল মাস্টার তার স্ত্রী খাদিজা বেগম বাড়িতে না থাকালে, কোনো ছাত্রী বাড়িতে এনে পড়াতে না পারেন । সম্প্রতি মাস্টার তার বাড়ি ফাঁকা পেয়ে তার পূর্বের কথা চিন্তা না করেই ছাত্রীদেরকে বাড়িতে এনে পড়ানো শুরু করেন।বিষয়টি শেখ হাবিবুর রহমানের নজরে আসলে । তিনি মাস্টরের সাথে তর্কে না জড়িয়ে, কমলমতি ছাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে বিষয়টি সমাধানের জন্য শিক্ষা অফিসে একটি ম‍ৌখিক অভিযোগ করেছিল ।
এতে মাস্টারের স্বার্থে আঘাতের কারণে আরো ক্ষিপ্ত হয় অভিযোগকারী শেখ হাবিবুর রহমানের ছোট ভাই,সাংবাদিক শেখ আশিকুর রহমান, মাস্টারের বিরুদ্ধে কিছু লিখতে পারে এই ভেবে শিক্ষা অফিসারের কথা কর্ণপাত না করে কিসের যেন এক অশুভ শক্তির ছায়ায় সেই সাংবাদিক সহ তার পরিবারের আরো তিনজন নির্দোষ মানুষকে জড়িয়ে ফৌঃকাঃবিঃ ১০৭/১১৭ ধারায় একটি ভিত্তিহীন মিথ্যা মামলা দায়ের করেন।
প্রথমে শেখ হাবিবুর রহমান শিক্ষা অফিসে একটি মৌখিক অভিযোগ করেছিলেন।
পরবর্তীতে যখন সে জানতে পারেন মাস্টার তাকে সহ আরো তিন জনের নামে একটি মামলা খাড়া করেছেন।
তখন সে এই বিষয়টির সত্য ঘটনা উদঘাটনের জন্য শিক্ষা অফিসারের নিকট একটি লিখিত অভিযোগ পত্র দাখিল করেন।
এই বিষয়ে সাংবাদিক শেখ আশিকুর রহমানের বললে মোস্তাফিজ মাস্টারের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা অফিসে নারী কেলেঙ্কারির একটি অভিযোগ জমা পড়েছে আমি শুনেছি, তবে শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর, সেই মানুষ গড়ার কারিগরের বিরুদ্ধে আমি কিছু লিখব এটা কখনো ভাবিনি।তবে কেন এই মানুষ গড়ার কারিগর ঐ শিক্ষক আমার নামে মিথ্যা মামলা করলেন। মুস্তাফিজ মাস্টারের নিকট এই বিষয়ে জানতে চাইলে তিনি তেলে বেগুনে জ্বলে ওঠেন।

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support