রূপসায় ৮ দলীয় সালমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রূপসায় ৮ দলীয় সালমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
খুলনার রূপসায় সালমান স্মৃতি কিশোর অনূর্ধ্ব ১৫ এর ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ও আলোচনা সভা আজ ১৬ আগষ্ট বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী খেলা শহীদ মুনসুর স্মৃতি সংসদ এবং আদাঘাট তরুন সংঘ রামপালের মধ্য অনুষ্ঠিত হয়। খেলায় আদাঘাট তরুন সংঘকে ৩-০ গোলে হারিয়ে শহীদ মুনসুর স্মৃতি সংসদ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের ১২ নম্বর জার্সি পরিহিত জিল্লাল। খেলা পরিচালনা করেন আলী আকবর, আল মামুন এলিচ, সুমন রাজু। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান। খেলায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন জামিনি মেশিন রূপসায় ৮ দলীয় সালমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
রূপসা প্রতিনিধিঃ রূপসায় সালমান স্মৃতি কিশোর অনূর্ধ্ব ১৫ এর ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ও আলোচনা সভা আজ ১৬ আগষ্ট বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী খেলা শহীদ মুনসুর স্মৃতি সংসদ এবং আদাঘাট তরুন সংঘ রামপালের মধ্য অনুষ্ঠিত হয়। খেলায় আদাঘাট তরুন সংঘকে ৩-০ গোলে হারিয়ে শহীদ মুনসুর স্মৃতি সংসদ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের ১২ নম্বর জার্সি পরিহিত জিল্লাল। খেলা পরিচালনা করেন আলী আকবর,আল মামুন এলিচ, সুমন রাজু।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান।
খেলায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন জামিনি মেশিন কোম্পানির প্রোপ্রাইটার মোঃ জামাল শেখ।
বিশেষ অতিথির বক্তৃতা করেন ক্রীড়া সংগঠক সেখ মাফতুন আহম্মেদ রাজা,কামরুজ্জামান টুকু,সৈয়দ মাহামুদ আলী,মঈনুল ইসলাম টুটুল,কামরুল ইসলাম কচি।
টুর্নামেন্ট কমিটির আহবায়ক এসএম বাশির আহম্মেদ লালুর সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন ক্রীড়া সংগঠক অধ্যাপক আহমেদুল কবীর চাইনিজ।
সাবেক ছাত্রনেতা মুন্না সরদারের পরিচালনায় বক্তৃতা করেন শিক্ষক তাহমিনা সুলতানা,ফুটবল কোচ মনির শেখ,সাধন দে, সাজ্জাদ হোসেন,আলম শেখ,শামীম হাসান,আয়ূব খান,ইসরাইল বাবু, শেখ বিল্লাল হোসেন,ফরিদ আহম্মেদ,আবু মুসা শেখ, কালাম শেখ,হীরক গোলদার,হাসান ফারাজী, জহির খান,আনিস বিশ্বাস,তাহসিন প্রমূখ। প্রোপ্রাইটার মোঃ জামাল শেখ।
,
বিশেষ অতিথির বক্তৃতা করেন ক্রীড়া সংগঠক সেখ মাফতুন আহম্মেদ রাজা,কামরুজ্জামান টুকু,সৈয়দ মাহামুদ আলী, মঈনুল ইসলাম টুটুল,কামরুল ইসলাম কচি। টুর্নামেন্ট কমিটির আহবায়ক এসএম বাশির আহম্মেদ লালুর সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন ক্রীড়া সংগঠক অধ্যাপক আহমেদুল কবীর চাইনিজ।
সাবেক ছাত্রনেতা মুন্না সরদারের পরিচালনায় বক্তৃতা করেন শিক্ষক তাহমিনা সুলতানা, ফুটবল কোচ মনির শেখ, সাধন দে, সাজ্জাদ হোসেন, আলম শেখ, শামীম হাসান, আয়ূব খান, ইসরাইল বাবু,শাহাজাদা আলমগীর, শেখ বিল্লাল হোসেন, ফরিদ আহম্মেদ,আবু মুসা শেখ, কালাম শেখ, হীরক গোলদার, হাসান ফারাজী, জহির খান, আনিস বিশ্বাস, তাহসিন প্রমূখ।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: